Home
About Us
Contact
News & Updates
Model Test 08
০১. শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. অর্থতত্ত্বে
খ. ধ্বনিতত্ত্বে
গ. রূপতত্ত্বে
ঘ. বাক্যতত্ত্বে
০২. গঠনভেদে শব্দ কয় প্রকার
ক. ২ প্রকার
খ. ৫ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৪ প্রকার
০৩. অর্থভেদে শব্দ কয় প্রকার ?
ক. ৫ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ২ প্রকার
০৪. উৎসভেদে শব্দ কয় প্রকার ?
ক. ৪ প্রকার
খ. ৩ প্রকার
গ. ২ প্রকার
ঘ. ৫ প্রকার
০৫. যে শব্দকে ভাঙ্গা বা বিশ্লেষণ করা যায় না তাকে কি বলে ?
ক. মৌলিক শব্দ
খ. যৌগিক শব্দ
গ. রূঢ়ি শব্দ
ঘ. তদ্ভব শব্দ
০৬. কোন শব্দের উপসর্গ ও বিভক্তি থাকে না ?
ক. মৌলিক
খ. যৌগিক
গ. তদ্ভব
ঘ. সাধিত
০৭. যে সকল শব্দের বুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম হয় তাকে কি বলে ?
ক. মৌলিক শব্দ
খ. যৌগিক শব্দ
গ. যোগরূঢ় শব্দ
ঘ. সাধিত শব্দ
০৮. কোনটি যৌগিক শব্দ ?
ক. জলধি
খ. জলধি
গ. বাঁশি
ঘ. গায়ক
০৯. সমাস সাধিত পদ কোনটি ?
ক. বোনাই
খ. দম্পতি
গ. মানব
ঘ. কোনটিই নয়
১০. যে শব্দকে বিশ্লেষণ করলে একাধিক মৌলিক বা সাধিত শব্দ পাওয়া যায় তাকে কি বলে ?
ক. উপসর্গ-নিষ্পন্ন শব্দ
খ. প্রত্যয়-নিষ্পন্ন শব্দ
গ. সমাস-নিষ্পন্ন শব্দ
ঘ. মৌলিক শব্দ
১১. শব্দের মূলকে কি বলে ?
ক. ধাতু
খ. মৌলিক শব্দ
গ. প্রকৃতি
ঘ. কোনটিই নয়
১২. যে সকল শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয় তাকে কোন শব্দ বলে ?
ক. যোগরূঢ শব্দ
খ. যৌগিক শব্দ
গ. সাধিত শব্দ
ঘ. কোনটিই নয়
১৩. সংখ্যাবাচক শব্দ কত প্রকার ?
ক. ৪ প্রকার
খ. ৭ প্রকার
গ. ৩ প্রকার
ঘ. ৬ প্রকার
১৪. 'সপ্তাহ' কোন প্রকার সংখ্যাবাচক শব্দ ?
ক. ক্রম বা পূরণবাচক
খ. তারিখবাচক
গ. অংকবাচক
ঘ. পরিমাণ বা গণনাবাচক
১৫. এক, দুই, তিন প্রভৃতি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ ?
ক. পূরণবাচক
খ. গণনাবাচক
গ. তারিখবাচক
ঘ. অংকবাচক
১৬. নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দ ?
ক. রান্না
খ. প্রহার
গ. উপকার
ঘ. হাতপাখা
১৭. ক্রিয়া পদের সাথে সম্পর্কযুক্ত পদকে বলে-
ক. ধাতু
খ. কারক
গ. সমাস
ঘ. বচন
১৮. বিভক্তি চিহ্ন যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি আছে বলে মনে করা হয় ?
ক. শূণ্য
খ. প্রথমা
গ. ষষ্ঠী
ঘ. ৭মী
১৯. একবচন ও বহুবচনভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায় ?
ক. আকৃতিগত
খ. অর্থগত
গ. উচ্চারণগত
ঘ. কোনটিই নয়
২০. অপ্রাণী বা ইতর প্রাণীবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না ?
ক. গুলো
খ. দের
গ. রা
ঘ. দিগের
২১. পুকুরে মাছ আছে - পুকুরে কোন অধিকরণ ?
ক. বৈষয়িক
খ. ভাবাধিকরণ
গ. অভিব্যাপক
ঘ. ঐকদেশিক
২২. সম্বন্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে ?
ক. য় বা ত
খ. থেকে বা চেয়ে
গ. র বা এর
ঘ. এ বা এতে
২৩. কোনটি সম্প্রদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ ?
ক. দুধে দধি হয়
খ. দীনে দান কর
গ. ধোপাকে কাপড় দাও
ঘ. কোনটিই নয়
২৪. নদীতে মাছ ধরা সহজ নয় -- নদীতে কোন কারকে কোন বিভক্তি ?
ক. অধিকরণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপদানে ৭মী
২৫. আমার যাওয়া হয়নি - বাক্যের আমার কোন করকে কোন বিভক্তি ?
ক. কর্মে ষষ্ঠী
খ. কর্তায় ষষ্ঠী
গ. অপদানে ষষ্ঠী
ঘ. করণে ষষ্ঠী
Finish The Exam