Model Test 07
০১. 'হাত জুড়ানো' বাগধারাটির অর্থ কি ?
     ক. স্বস্তি লাভ করা
     খ. মারা যাওয়া
     গ. পথে বসা
     ঘ. আরোগ্য লাভ করা
০২. বাংলা ভাষায় পরাশ্রয়ী ধ্বনি কতটি ?
     ক. ৩টি
     খ. ২টি
     গ. ৬টি
     ঘ. ৫টি
০৩. কোন বর্ণ গুলো অল্পপ্রান ধ্বনি ?
     ক. খ ছ ঝ
     খ. জ গ চ
     গ. ধ ঢ ঙ
     ঘ. ফ ঠ থ
০৪. শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রাংশকে বলা হয় -
     ক. রূপ
     খ. বাক্য
     গ. শব্দাংশ
     ঘ. অর্থ
০৫. সমীভবনের অপর নাম কি ?
     ক. সমীকরণ
     খ. অসমীভবন
     গ. স্বরভক্তি
     ঘ. স্বরসঙ্গতি
০৬. কোন বর্ণ গুলো মহাপ্রান ধ্বনির উদাহারণ ?
     ক. ব ড দ
     খ. ন ণ ম
     গ. খ ঘ ছ
     ঘ. ট ত প
০৭. ট বর্গীয় ধ্বনির অপরনাম কি ?
     ক. মূর্ধন্য
     খ. দন্ত্য ধ্বনি
     গ. ওষ্ঠ্য ধ্বনি
     ঘ. কোনটিই নয়
০৮. বাংলা ভাষায় দীর্ঘ স্বরবর্ণের সংখ্যা কয়টি ?
     ক. ৬টি
     খ. ১১টি
     গ. ৯টি
     ঘ. ৭টি
০৯. বাংলা ভাষায় কয়টি যৌগিক স্বরবর্ণ রয়েছে ?
     ক. ৯টি
     খ. ২টি
     গ. ৫টি
     ঘ. ৬টি
১০. দুটি মৌলিক স্বরবর্ণ যোগে যে অক্ষর সৃষ্টি হয় তাকে কি বলা হয় ?
     ক. একাক্ষর স্বর
     খ. মৌলিক স্বর
     গ. যৌগিক স্বর
     ঘ. অনাবৃত স্বর
১১. কোন ধ্বনিগুলোর পরের ন, ণ হয় ?
     ক. ঋ র ষ
     খ. ক খ গ
     গ. য র ল ব
     ঘ. শ ষ স
১২. ণ-ত্ব বিধান প্রযোজ্য হয় না --
     ক. সন্ধিযুক্ত শব্দে
     খ. বিদেশী শব্দে
     গ. প্রত্যয়যুক্ত শব্দে
     ঘ. অব্যয়যুক্ত শব্দে
১৩. 'ড়' ও 'ঢ়' ধ্বনি গুলোকে কি ধ্বনি বলে ?
     ক. তাড়নাজাত ধ্বনি
     খ. কল্পনাজাত ধ্বনি
     গ. শিশ ধ্বনি
     ঘ. ঘোষ ধ্বনি
১৪. কোন দুটি স্বরবর্ণের পরে ষ-এর প্রয়োগ হয় না ?
     ক. ই প
     খ. এ ঐ
     গ. ঐ উ
     ঘ. অ আ
১৫. জিহ্বামূলীয় বর্ণ কোনটি ?
     ক. ন
     খ. থ
     গ. গ
     ঘ. ক
১৬. কোন দুটি বর্ণের পরের স মূর্ধন্য ষ হয় ?
     ক. ক প
     খ. ই উ
     গ. চ ন
     ঘ. ঋ র
১৭. কোন শব্দের ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য ?
     ক. তদ্ভব
     খ. তৎসম
     গ. দেশী
     ঘ. বিদেশী
১৮. কখন 'ণ' হয় না ?
     ক. ত-বর্গের আগে
     খ. ক-বর্গের আগে
     গ. ট-বর্গের আগে
     ঘ. চ-বর্গের আগে
১৯. বিদেশী এবং খাঁটি বাংলা শব্দের বানানে সর্বদাই-
     ক. ন হয়
     খ. ণ হয়
     গ. ণ ও ন উভয়ই হয়
     ঘ. মাঝে মাঝে ণ হয়
২০. একই স্বরের পুনারবৃত্তি না করে মাঝখানে স্বরধ্বনি যুক্ত হওয়াকে কি বলে ?
     ক. সমীভবন
     খ. স্বরসঙ্গতি
     গ. অসমীভবন
     ঘ. পরাগত
২১. কোথায় ষ হয় না ?
     ক. অর্ধতৎসম শব্দে
     খ. তৎসম শব্দে
     গ. তদ্ভব শব্দে
     ঘ. খাঁটি বাংলা শব্দে
২২. খাঁটি বাংলা শব্দে যুক্ত হয় ?
     ক. ণ
     খ. ষ
     গ. শ
     ঘ. স
২৩. খাঁটি বাংলা ভাষায় কোনটির ব্যবহার নেই ?
     ক. ন স
     খ. ণ ষ
     গ. ঙ ঞ
     ঘ. ঋ র
২৪. টপ টপ > টপাটপ কোন ধরনের ধ্বনি পরিবর্তন ?
     ক. সমীভবন
     খ. বর্ণচ্যুতি
     গ. বিষমীভবন
     ঘ. অসমীভবন
২৫. ব্যঞ্জন বিকৃতির উদাহরণ কোনটি ?
     ক. বড়দাদা > বড়দা
     খ. ফলাহার > ফলার
     গ. কবাট > কপাট
     ঘ. সকাল > সক্কাল