Model Test 06
০১. ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে কি বলে ?
     ক. ঘোষ
     খ. স্বর
     গ. বর্ণ
     ঘ. ব্যঞ্জন
০২. বাংলা ভাষার মৌলিখ ধ্বনিগুলিকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ?
     ক. ২ ভাগে
     খ. ৪ ভাগে
     গ. ৩ ভাগে
     ঘ. ৫ ভাগে
০৩. বর্ণমালায় ব্যাবহৃত মাত্রাহীন বর্ণগুলোর মধ্যে কতটি ব্যঞ্জনবর্ণ রয়েছে ?
     ক. ৪টি
     খ. ৬টি
     গ. ৩টি
     ঘ. ৫টি
০৪. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়-
     ক. ফলা
     খ. ধ্বনি
     গ. স্বর
     ঘ. কার
০৫. কোন বর্ণগুলোতে অর্ধমাত্রা ব্যাবহৃত হয় ?
     ক. ধ এবং গ
     খ. ত এবং ঠ
     গ. ট এবং খ
     ঘ. এ এবং ‌ঐ
০৬. স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে ব্যাবহৃত হয় ?
     ক. সংক্ষিপ্ত আকারে
     খ. প্রসারিত আকারে
     গ. অর্ধ প্রসারিত আকারে
     ঘ. অর্ধ সংক্ষিপ্ত আকারে
০৭. ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলা হয় ?
     ক. পরাশ্রয়ী ধ্বনি
     খ. স্পর্শধ্বনি
     গ. উষ্মধ্বনি
     ঘ. জিহ্বামূলীয় ধ্বনি
০৮. কোনগুলো কণ্ঠ ধ্বনি ?
     ক. ত থ দ ধ ন
     খ. প ফ ব ভ ম
     গ. চ ছ জ ঝ ঞ
     ঘ. ক খ গ ঘ ঙ
০৯. বাংলায় ণ এবং ন বর্ণে দ্যোতিত ধ্বনি দুটিতে কি আছে ?
     ক. বৈসাদৃশ্য
     খ. ঐক্য
     গ. অসমতা
     ঘ. পার্থক্য
১০. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঔ' ধ্বনি সৃষ্টি হয় ?
     ক. অ এবং ই
     খ. ও এবং ও
     গ. ও এবং উ
     ঘ. অ এবং ঐ
১১. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনি সৃষ্টি হয় ?
     ক. অ + ঈ
     খ. এ + ই
     গ. অ + ই
     ঘ. ও + ঈ
১২. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?
     ক. ঘোষধ্বনি
     খ. অঘোষধ্বনি
     গ. মহাপ্রাণ ধ্বনি
     ঘ. অল্পপ্রাণ ধ্বনি
১৩. 'অপ' কি ধরণের উপসর্গ ?
     ক. সংস্কৃত
     খ. বাংলা
     গ. মিশ্র
     ঘ. বিদেশি
১৪. যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাডিত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় ?
     ক. ব্যঞ্জনবর্ণ
     খ. কণ্ঠধ্বনি
     গ. স্বরধ্বনি
     ঘ. স্বরবর্ণ
১৫. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় -
     ক. কার
     খ. ফলা
     গ. ধ্বনি
     ঘ. স্বর
১৬. বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা-
     ক. ৪৯টি
     খ. ৫১টি
     গ. ৩৯টি
     ঘ. ৫০টি
১৭. বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণ রয়েছে-
     ক. ১১টি
     খ. ৩৯টি
     গ. ৪৯টি
     ঘ. ৫০টি
১৮. বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ রয়েছে ?
     ক. ১০টি
     খ. ৭ টি
     গ. ৮টি
     ঘ. ৯টি
১৯. বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা ব্যবহৃত হয় কয়টি বর্ণে ?
     ক. ৩২টি
     খ. ২৯টি
     গ. ৩০টি
     ঘ. ৩১টি
২০. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে কয়টিতে ?
     ক. ৭টি
     খ. ৯টি
     গ. ৮টি
     ঘ. ১০টি
২১. কোন চারটি বর্ণকে উষ্মবর্ণ বলা হয় ?
     ক. ক, চ, ট, ত
     খ. খ, ছ, ঠ, প
     গ. গ, থ, ঙ, চ
     ঘ. শ, ষ, স, হ
২২. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় ?
     ক. অঘোষধ্বনি
     খ. মহাপ্রাণ ধ্বনি
     গ. ঘোষধ্বনি
     ঘ. অল্পপ্রাণ ধ্বনি
২৩. কোনগুলো স্পর্শ ধ্বনি ?
     ক. ক-ফ
     খ. ক-ম
     গ. ট-য়
     ঘ. ক-ব
২৪. 'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে ?
     ক. তুর্কি
     খ. ফার্সি
     গ. আরবি
     ঘ. পর্তুগিজ
২৫. কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি ?
     ক. ট ঠ ড ঢ ণ
     খ. ক খ গ ঘ ঙ
     গ. ত থ দ ধ ন
     ঘ. চ ছ জ ঝ ঞ