Home
About Us
Contact
News & Updates
Model Test 05
০১. বাংলার শব্দসম্ভারকে উৎসগতভাবে কয় ভাগে ভাগ করা হয়েছে ?
ক. ৫ ভাগে
খ. ৬ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৩ ভাগে
০২. যে সকল শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় তাকে কোন শব্দ বলা হয় ?
ক. তদ্ভব শব্দ
খ. তৎসম শব্দ
গ. দেশী শব্দ
ঘ. অর্ধতৎসম শব্দ
০৩. যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে কি বলা হয় ?
ক. অর্ধতৎসম শব্দ
খ. তৎসম শব্দ
গ. বিদেশী শব্দ
ঘ. দেশী শব্দ
০৪. 'হরতাল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. গুজরাটি
খ. পাঞ্জাবি
গ. জাপানি
ঘ. চীনা
০৫. 'চাকর' শব্দটি কোন ভাষা থেকে এসছে ?
ক. তুর্কি
খ. আরবি
গ. জাপানি
ঘ. ফারসি
০৬. 'আদালত' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. ফরাসি
খ. ফারসি
গ. আরবি
ঘ. ওলন্দাজ
০৭. বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি ?
ক. শব্দ
খ. ধ্বনি
গ. বর্ণ
ঘ. প্রতীক
০৮. নিচের কোনটি মিশ্র শব্দ ?
ক. অক্সিজেন
খ. হরতাল
গ. আমদানি-রপ্তানি
ঘ. ডাক্তারখানা
০৯. নিচের কোন শব্দটি দেশী শব্দ নয় ?
ক. চাটাই
খ. অংশ
গ. ঢেকি
ঘ. টং
১০. 'তৎসম' কোন ধরণের শব্দ ?
ক. আঞ্চলিক শব্দ
খ. মিশ্র শব্দ
গ. পারিভাষিক শব্দ
ঘ. ফারসি মব্দ
১১. 'প্রাকৃত' এর অর্থ কি ?
ক. স্বাভাবিক
খ. মূল
গ. পুরাতন
ঘ. নতুন
১২. বাংলা ভাষায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে কয়টি ভাগে ভাগ করা যায় ?
ক. ৩ ভাগে
খ. ২ ভাগে
গ. ৬ ভাগে
ঘ. ৪ ভাগে
১৩. বাংলা ভাষায় আগত ফারসি শব্দ গুলোকে কয়টি ভাগ করা যায় ?
ক. ৩ ভাগে
খ. ২ ভাগে
গ. ৬ ভাগে
ঘ. ৫ ভাগে
১৪. তৎসম শব্দের ব্যবহার কোন ভাষারীতিতে বেশি হয় ?
ক. আঞ্চলিক ভাষারীতিতে
খ. কথ্যরীতিতে
গ. মিশ্র ভাষারীতিতে
ঘ. সাধু ভাষারীতিতে
১৫. বাংলা ভাষায় প্রধানত বিদেশী শব্দের ভাবানুমূলক প্রতিশব্দকে কি বলে ?
ক. তৎসম শব্দ
খ. পারিভাষিক শব্দ
গ. তদ্ভব শব্দ
ঘ. মিশ্র শব্দ
১৬. কোনটি মিশ্র শব্দ ?
ক. কৃষ্টি-সৃষ্টি
খ. হালাল-হারাম
গ. নামাজ-রোজা
ঘ. হাট-বাজার
১৭. বিদেশী শব্দ কোনটি ?
ক. ডাগর
খ. হায়াত
গ. ডাগর
ঘ. নাগর
১৮. 'গিন্নি' কোন ধরনের শব্দ ?
ক. অর্ধতৎসম
খ. খাঁটি বাংলা
গ. দেশী
ঘ. বিদেশী
১৯. 'দুনিয়া' শব্দটি কোন ভাষার ?
ক. আরবি
খ. ফারসি
গ. জাপানি
ঘ. বর্মি
২০. কোনটি তৎসম শব্দ ?
ক. ডিম
খ. হাত
গ. ফুল
ঘ. ছেরাদ্দ
২১. 'উকিল' শব্দটি কোন ভাষা হতে এসেছে ?
ক. তুর্কি
খ. ফরাসি
গ. পর্তুগীজ
ঘ. আরবি
২২. 'নামাজ', 'রোজা' কোন ভাষার শব্দ ?
ক. ওলন্দাজ
খ. আরবি
গ. ফারসি
ঘ. গুজরাটি
২৩. 'কলম' কোন ভাষার শব্দ ?
ক. ফারসি
খ. আরবি
গ. ওলন্দাজ
ঘ. চীনা
২৪. 'বিস্কুট' কোন ভাষার শব্দ ?
ক. ফরাসি
খ. ইংরেজি
গ. পর্তুগীজ
ঘ. চীনা
২৫. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি ?
ক. বর্ণ
খ. শব্দ
গ. ধ্বনি
ঘ. প্রতীক
Finish The Exam