Home
About Us
Contact
News & Updates
Model Test 04
০১. 'বঙ্কিম' এর বিপরীত শব্দ কোনটি ?
ক. ঋজু
খ. বন্ধুর
গ. অসম
ঘ. সুষম
০২. 'যে-ই তার দর্শন পেলাম, সে-ই আমরা প্রস্থান করলাম' এটি কোন জাতীয় বাক্য ?
ক. মিশ্র বাক্য
খ. যৌগিক বাক্য
গ. মৌলিক বাক্য
ঘ. সরল বাক্য
০৩. কোনটি উপসর্গ ?
ক. থেকে
খ. অতি
গ. চেয়ে
ঘ. দ্বারা
০৪. শুদ্ধ বানান কোনটি ?
ক. পিপিলিকা
খ. পিপীলিকা
গ. পীপিলিকা
ঘ. পিপিলীকা
০৫. এক কথায় প্রকাশ করুন- 'যে শুনেই মনে রাখতে পারে'
ক. শ্রুতিধর
খ. মেধাবী
গ. অশ্রুতপূর্ব
ঘ. জাতিঃস্বর
০৬. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় -
ক. উপমেয়
খ. উপমিত
গ. উপমান
ঘ. রূপক
০৭. কোন শব্দটি ফরাসি ?
ক. তকদির
খ. পেরেশান
গ. মুসাফির
ঘ. মজলুম
০৮. 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো -
ক. চাঁদমুখের ন্যায়
খ. চাঁদরূপ মুখ
গ. চাঁদ মুখ যার
ঘ. চাঁদের মত মুখ
০৯. কোনটি শুদ্ধ বানান ?
ক. দন্দ
খ. দ্বন্দ্ব
গ. দ্বন্দ
ঘ. সবকটি
১০. 'জঙ্গম' এর বিপরীতার্থক শব্দ কি ?
ক. অরণ্য
খ. পর্বত
গ. স্থাবর
ঘ. সমুদ্র
১১. 'লবণ' এর সন্ধি বিচ্ছেদ -
ক. লু + বন
খ. লে + অন
গ. লো + অন
ঘ. লোব + অন
১২. 'নন্দিনী' এর প্রতিশব্দ কোনটি ?
ক. ননদিনী
খ. তনয়া
গ. সুন্দরী
ঘ. মীনাক্ষী
১৩. 'প্রাতরাশ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি ?
ক. প্রাতঃ + আশ
খ. পাতঃ + রাশ
গ. পাতঃ + আশ
ঘ. প্রাতঃ + রাশ
১৪. কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে ?
ক. তোমাকে দিয়ে কিছু হবে না
খ. ঢং ঢং ঘন্টা সাজে
গ. ধন অপেক্ষা মান বড়
ঘ. লেখা পড়া কর, নতুবা ফেল করবে
১৫. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে ?
ক. আমি ভাত খেয়ে স্কুলে যাব
খ. আমি দুপুরে ভাত খাই
গ. আমি ভাত খাচ্ছি
ঘ. তাড়াতাড়ি ভাত খেয়ে ওঠ
১৬. কোন বাক্যে নাম পুরুষের ব্যাবহার করা হয়েছে ?
ক. আপনি আসবেন
খ. আমরা যাচ্ছি
গ. তোরা খসনে
ঘ. ওরা কি করে ?
১৭. মধ্যপদলোপী কর্মধারয় -এর দৃষ্টান-
ক. ঘর থেকে ছাডা --ঘরছাডা
খ. হাসিমাখা মুখ -- হাসিমুখ
গ. অরণ্যের মত রাঙ্গা -- অরুণরাঙ্গা
ঘ. ক্ষণ ব্যাপিয়া স্থায়ী -- ক্ষণস্থায়ী
১৮. ক্রিয়া পদের মূল অংশকে বলা হয়-
ক. ধাতু
খ. বিভক্তি
গ. প্রত্যয়
ঘ. কৃৎ
১৯. শুদ্ব বাক্যটি চিহ্নিত করুন-
ক. বিদ্বান ব্যাক্তিগণ দারিদ্র্যের শিকার হন
খ. বিদ্যান ব্যাক্তিগণ দরিদ্রের শিকার হন
গ. বিদ্যান ব্যাক্তিগণ দারিদ্রতার শিকার হন
ঘ. বিদ্যান ব্যাক্তিগণ দরিদ্রতার শিকার হন
২০. কোন বানানটি শুদ্ব ?
ক. পাশান
খ. পাসান
গ. পাষাণ
ঘ. পাষান
২১. কোন শব্দে করণ কারকে শূন্য বিভক্তি ব্যাবহৃত হয়েছে ?
ক. মুষলধারে বৃষ্টি পডছে
খ. গাডি ষ্টেশন ছেডেচে
গ. ডাক্তার ডাক
ঘ. ঘোডাকে চাবুক মার
২২. এক কথায় প্রকাশ করুন-'যা বলা হয়নি'
ক. অউক্ত
খ. অব্যক্ত
গ. অনুক্ত
ঘ. অব্যাক্ত
২৩. কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে ?
ক. সেলামী
খ. পাঠক
গ. পানাস
ঘ. ঠগী
২৪. নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে চাও ? এখানে 'নাক' কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. ক্ষতি স্বীকার
খ. নাসিকা
গ. লজ্জাজনক
ঘ. কোনটিই নয়
২৫. 'খোদার খাসি' বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয় ?
ক. ধনী ব্যক্তি
খ. অযাচিত
গ. অত্যান্ত অলস
ঘ. কোনটিই নয়
Finish The Exam