Home
About Us
Contact
News & Updates
Model Test 03
০১. 'নীলকর' কোন সমাসের দৃষ্টান্ত ?
ক. দ্বন্দ্ব
খ. বহুব্রীহি
গ. উপপদ তৎপুরুষ
ঘ. নিত্য
০২. যৌগিক বাক্যের অন্যতম গুন কি ?
ক. দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
খ. একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন
গ. দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন
ঘ. একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
০৩. 'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি ?
ক. অনিষ্টে ইষ্ট লাভ
খ. চির অশান্তি
গ. অরাজক দেশ
ঘ. সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
০৪. কোন প্রবচনটি 'হতভাগ্য' অর্থে ব্যবহৃত হয় ?
ক. উড়নচন্ডী
খ. ছা-পোষা
গ. ভূশন্ডির কাক
ঘ. আট কপালে
০৫. মৌলিক শব্দ কোনটি ?
ক. গোলাপ
খ. শীতল
গ. নেয়ে
ঘ. গৌরব
০৬. যার কোন মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয় ?
ক. ঢাকের বাঁয়া
খ. ডাকাবুকা
গ. তামার বিষ
ঘ. তুলশী বনের বাঘ
০৭. কোনটি বিশেষন বাচক ?
ক. জীবন
খ. জীবনী
গ. জীবাণু
ঘ. জীবিকা
০৮. বর্ণ হচ্ছে -
ক. শব্দের ক্ষদ্র অংশ
খ. একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্চ
গ. ধ্বনির শ্রুতিগ্রাহ্য প্রতিক
ঘ. ধ্বনি নির্দেশক প্রতীক
০৯. জাতিবাচক বিশষ্যের দৃষ্টান্ত -
ক. মিছিল
খ. নদী
গ. সমাজ
ঘ. মিছিল
১০. কোন দুটি অঘোষ ধ্বনি ?
ক. ড ঢ
খ. ব ভ
গ. চ ছ
ঘ. দ ধ
১১. 'লাজ' কোন ধরণের শব্দ ?
ক. বিশেষণ
খ. ক্রিয়া বিশেষণ
গ. বিশেষ্য
ঘ. বিশেষ্যের বিশেষণ
১২. ঠোঁটের স্পর্শে উচ্চারিত ধ্বনি কোন গুলো ?
ক. ত থ দ ধ ন
খ. প ফ ব ভ ম
গ. ঠ ট ড ঢ ণ
ঘ. য র ল ব হ
১৩. ভাবের উৎসই হচ্ছে -
ক. ভাষা
খ. শব্দ
গ. বর্ণ
ঘ. কাল
১৪. 'ঔ' কোন স্বরধ্বনির প্রতীক ?
ক. নাসিক্য স্বরধ্বনি
খ. মৌলিক স্বরধ্বনি
গ. ওষ্ঠ্য স্বরধ্বনি
ঘ. যৌগিক স্বরধ্বনি
১৫. 'গৃহী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. সংসারী
খ. সন্ন্যাসী
গ. সঞ্চয়ী
ঘ. সংস্থিতি
১৬. বাংলা বর্ণমালায় মাত্রা বিহীন বর্ণের সংখ্যা কয়টি ?
ক. আটটি
খ. এগারটি
গ. নয়টি
ঘ. দশটি
১৭. 'যা নিন্দার যোগ্য নয়' -
ক. প্রশংসাযোগ্য
খ. অনিন্দ্য
গ. প্রশংসনীয়
ঘ. নিন্দনীয়
১৮. কোন বানানটি শুদ্ধ ?
ক. নিরীহ
খ. নিরিহ
গ. নীরীহ
ঘ. নীরিহ
১৯. 'জ' হলো -
ক. তালব্য বর্ণ
খ. ওষ্ঠ্য বর্ণ
গ. দন্ত্য বর্ণ
ঘ. জিহ্বামূলীয় বর্ণ
২০. 'ক্ষ'-এর বিশ্লিষ্ট রূপ ?
ক. ক+ঘ
খ. ক+ষ
গ. ক+খ
ঘ. ক+ষ+খ
২১. বাংলা 'ধীর' শব্দটির বিশেষ্য কী ?
ক. ধীরস্থির
খ. ধৈর্য
গ. ধীরস্থিরতা
ঘ. ধীরতা
২২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণের সংখ্যা কত ?
ক. ১০টি
খ. ৩২টি
গ. ৮টি
ঘ. ১১টি
২৩. কোনটি গ্রিক শব্দ ?
ক. তুফান
খ. দাম
গ. লুঙ্গী
ঘ. কুশন
২৪. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে ?
ক. ২১টি
খ. ১৯টি
গ. ২০টি
ঘ. ২২টি
২৫. 'মেছো' শব্দের প্রকৃতিপ্রত্যয় কি ?
ক. মাছ + ও
খ. মাছ + উয়া > ও
গ. মেছ + ও
ঘ. মাছি +উয়া > ও
Finish The Exam