Home
About Us
Contact
News & Updates
Model Test 02
০১. বিভক্তিযুক্ত শব্দ কোনটি ?
ক. সরোবরে
খ. চশমা
গ. সরোজ
ঘ. চম্পক
০২. 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ-
ক. শিরঃ + ছেদ
খ. শির + ছেদ
গ. শিরশ্ + ছেদ
ঘ. শির + উচ্ছেদ
০৩. 'একাদশে বৃহস্পতি' এর অর্থ কি ?
ক. আশার কথা
খ. সৌভাগ্যের বিষয়
গ. মজা পাওয়া
ঘ. আনন্দের বিষয়
০৪. এক কথায় প্রকাশ করুন- 'অনেকের মধ্যে একজন' ।
ক. সামান্য
খ. অন্যতম
গ. বিখ্যাত
ঘ. অখ্যাত
০৫. বিবক্তিহীন নাম শব্দকে কি বলে ?
ক. প্রতিপদিক
খ. নামপদ
গ. উপপদ
ঘ. উপমিত
০৬. কোন বাক্যটি দ্বারা অনুরোধ বুঝায় ?
ক. কাল একবার এসো
খ. তুই বাড়ি যা
গ. দূর হও
ঘ. ক্ষমা করা ঘোর অপরাধ
০৭. বচন অর্থ কি ?
ক. গণনার ধারণা
খ. সংখ্যার ধারণা
গ. ক্রমের ধারণা
ঘ. পরিমাপের ধারণা
০৮. 'মরি মরি! কি সুন্দর প্রভাতের রূপ' -বাক্যে 'মরি মরি' কোন শ্রেনীর অব্যয় ?
ক. সমন্বয়ী
খ. পদান্বয়ী
গ. অনুকার
ঘ. অনন্বয়ী
০৯. 'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
ক. রূপতত্ত্ব
খ. ধ্বনিতত্ত্ব
গ. পদক্রম
ঘ. বাক্য প্রকরণ
১০. কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় ?
ক. বৃন্দ
খ. কুল
গ. গ্রাম
ঘ. বর্গ
১১. বাক্যের ক্ষদ্রতম একক কোনটি ?
ক. বর্ণ
খ. ধ্বনি
গ. শব্দ
ঘ. চিহ্ন
১২. সন্ধির প্রধান সুবিধা কি ?
ক. পড়ার সুবিধা
খ. উচ্চারণের সুবিধা
গ. লেখার সুবিধা
ঘ. শোনার সুবিধা
১৩. কোন বানানটি শুদ্ধ ?
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমিচিন
ঘ. সমীচিন
১৪. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য -
ক. অব্যয় ও শব্দাংশে
খ. নতুন শব্দ গঠনে
গ. ভিন্ন অর্থ প্রকাশে
ঘ. উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে
১৫. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার তাকে বলা হয় -
ক. পয়ার
খ. স্বরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত
১৬. পূর্তগীজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ আত্তীকরণ করা হয়েছে -
ক. শরবত
খ. টেবিল
গ. চেয়ার
ঘ. বালতি
১৭. 'লাঠালাঠি' শব্দের সমাস -
ক. দ্বন্ধ
খ. বহুব্রীহি
গ. কর্মধারায়
ঘ. তৎপুরুষ
১৮. 'লাপাত্তা' শব্দের 'লা' উপসর্গটি বাংলা ভাষায এসেছে -
ক. আরবি ভাষা থেকে
খ. ফরাসি ভাষা থেকে
গ. হিন্দি ভাষা থেকে
ঘ. উর্দু ভাষা থেকে
১৯. 'র' কোন জাতীয় ধ্বনি ?
ক. কম্পনজাত ধ্বনি
খ. স্পর্শ ধ্বনি
গ. পার্শ্বিক ধ্বনি
ঘ. তাড়নাজাত ধ্বনি
২০. 'অক্ষির সমীপে' এর সংক্ষেপ হল -
ক. পরোক্ষ
খ. প্রত্যক্ষ
গ. সমক্ষ
ঘ. নিরেপেক্ষ
২১. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি ?
ক. উৎকর্ষতা
খ. উৎকর্ষ
গ. উৎকৃষ্টতা
ঘ. উৎকৃষ্ট
২২. 'অচিন' শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
ক. নেতিবাচক
খ. বিয়োগান্তক
গ. নঞর্থক
ঘ. অজানা
২৩. 'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যাবহৃত ?
ক. নিকৃষ্ট
খ. বিপরীত
গ. বিকৃত
ঘ. অভাব
২৪. 'শিষ্টাচার' এর সমার্থক শব্দ কোনটি ?
ক. সদাচার
খ. নিষ্ঠা
গ. সততা
ঘ. সংযম
২৫. কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে ?
ক. সে বই পডছে
খ. সে ঘুমিয়ে আছে
গ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষডযন্ত্রকারী ছাডা আর কিছু বলা যায় না
ঘ. সে গভীর চিন্তায় মগ্ন
Finish The Exam