Home
About Us
Contact
News & Updates
Model Test 16
০১. 'জোছনা' কোন শ্রেণীর শব্দ ?
ক. যৌগিক
খ. দেশী
গ. অর্ধ-তৎসম
ঘ. তৎসম
০২. 'বিদায় অভিশাপ' কবিতাটি কার লেখা ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. বিহারীলাল চক্রবর্তী
০৩. 'চপল'-এর বিপরীতার্থক শব্দ-
ক. ঠাণ্ডা
খ. গম্ভীর
গ. স্তব্ধ
ঘ. রাশভারী
০৪. 'গৃহী' এর বিপরীত শব্দ কি ?
ক. সঞ্চয়ী
খ. সংস্থিতি
গ. সংসারী
ঘ. সন্ন্যাসী
০৫. 'সংশয়' এর বিপরীত শব্দ কোনটি ?
ক. প্রত্যয়
খ. দ্বিধা
গ. বিস্ময়
ঘ. নির্ভয়
০৬. 'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ ?
ক. পর্তুগিজ
খ. হিন্দি
গ. উর্দু
ঘ. গ্রিক
০৭. 'নাবালক' শব্দের 'না' উপসর্গ কোন ভাষা থেকে এসেছে ?
ক. আরবি
খ. ফারসি
গ. বাংলা
ঘ. সংস্কৃত
০৮. 'ইতিকথা' এর 'ইতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. পূর্ব
খ. অস্পষ্ট
গ. নিন্দা
ঘ. বিশিষ্ট
০৯. 'জিজীবিষা' শব্দটি দিয়ে বুঝায়-
ক. জন্মের ইচ্ছা
খ. বেঁচে থাকার ইচ্ছা
গ. হত্যার ইচ্ছা
ঘ. শোনার ইচ্ছা
১০. অন্যের রচনা থেকে চুরি করা কে বলা হয়-
ক. বেতসবৃত্তি
খ. পতঙ্গবৃত্তি
গ. কুম্ভীলকবৃত্তি
ঘ. জলৌকাবৃত্তি
১১. 'ঊর্ণনাভ' শব্দটি দিয়ে বুঝায়-
ক. তেলাপোকা
খ. উইপোকা
গ. মাকড়সা
ঘ. টিকটিকি
১২. উপসর্গকে কোন জাতীয় শব্দাংশ বলা হয় ?
ক. বিশেষ্য
খ. অব্যয়
গ. বিশেষণ
ঘ. সর্বনাম
১৩. 'লা' কোন উপসর্গের উদাহরণ ?
ক. আরবি
খ. ইংরেজি
গ. হিন্দি
ঘ. ফারসি
১৪. 'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
ক. বিকৃত
খ. বিপরীত
গ. দূর্নাম
ঘ. নিকৃষ্ট
১৫. 'খাস' কোন ভাষার উপসর্গ ?
ক. বাংলা
খ. আরবি
গ. ফারসি
ঘ. সংস্কৃত
১৬. 'আম' কোন ভাষার উপসর্গ ?
ক. ফারসি
খ. সংস্কৃত
গ. বাংলা
ঘ. আরবি
১৭. কোনটি ব্যতিহার বহুব্রীহির উদাহরণ ?
ক. দোতলা
খ. কানাকানি
গ. আশীবিষ
ঘ. অজানা
১৮. 'দুরবস্থা' শব্দটি সন্ধি বিচ্ছেদ করা হলে নীচের কোনটি পাওয়া যায় ?
ক. দুঃ+ অবস্থা
খ. দুর+বস্থা
গ. দুর+অবস্থা
ঘ. কোনটিই নয়
১৯. কোন শব্দটি উপসর্গ নিয়ে গঠিত হয়েছে ?
ক. আঘাটা
খ. আষাঢ়
গ. আয়না
ঘ. আনন
২০. 'তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!'- বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে ?
ক. অনুসর্গ অব্যয়
খ. অনুকার অব্যয়
গ. অনন্বয়ী অব্যয়
ঘ. পদান্বয়ী অব্যয়
২১. বিদেশী উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি ?
ক. প্রহরে
খ. আগ্রহ
গ. উপকার
ঘ. খাসকামরা
২২. সম্বোধনের পর কোন চিহ্ন বসে ?
ক. ড্যাস
খ. দাঁড়ি
গ. কমা
ঘ. সেমিকোলন
২৩. 'সাহেব' শব্দের বহুবচন কোনটি ?
ক. সাহেবকুল
খ. সাহেবান
গ. সাহেবসমূহ
ঘ. সাহেবমণ্ডলী
২৪. 'পর্বত' শব্দটির সঠিক বহুবচন হল-
ক. পর্বতমালা
খ. পর্বতগুচ্ছ
গ. পার্বত্য
ঘ. পর্বতপুঞ্জ
২৫. বাংলা ভাষায় ওষ্ঠ্যব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি ?
ক. ২ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৯ টি
Finish The Exam