Model Test 14
০১. 'তেজস্বিনী' কোন লিঙ্গের উদাহরণ ?
     ক. স্ত্রীলিঙ্গ
     খ. পুংলিঙ্গ
     গ. ক্লীবলিঙ্গ
     ঘ. উভয়লিঙ্গ
০২. পুরুষ ও স্ত্রী কোনটিই বোঝায় না কোন লিঙ্গ দ্বারা ?
     ক. ক্লীব লিঙ্গ
     খ. পুং লিঙ্গ
     গ. স্ত্রী লিঙ্গ
     ঘ. উভয় লিঙ্গ
০৩. 'মায়াবী' শব্দটি কোন লিঙ্গ ?
     ক. উভয়লিঙ্গ
     খ. পুংলিঙ্গ
     গ. স্ত্রীলিঙ্গ
     ঘ. ক্লীবলিঙ্গ
০৪. 'শিশু' কোন লিঙ্গের উদাহরণ ?
     ক. উভয়লিঙ্গ
     খ. ক্লীবলিঙ্গ
     গ. পুংলিঙ্গ
     ঘ. স্ত্রীলিঙ্গ
০৫. লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি ?
     ক. কবিরাজ
     খ. সঙ্গী
     গ. সাহেব
     ঘ. বেয়াই
০৬. 'আমি' শব্দটি কোন লিঙ্গ ?
     ক. পুংলিঙ্গ
     খ. স্ত্রীলিঙ্গ
     গ. উভয়লিঙ্গ
     ঘ. ক্লীবলিঙ্গ
০৭. 'তটিনি' এর সমার্থক শব্দ কোনটি ?
     ক. নদী
     খ. জলধি
     গ. আকাশ
     ঘ. সলিল
০৮. সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি ?
     ক. বারীদ
     খ. কানন
     গ. নীরদ
     ঘ. উদধি
০৯. 'কলাপী' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
     ক. কবুতর
     খ. ময়ূর
     গ. কোকিল
     ঘ. দোয়েল
১০. 'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
     ক. পাথার
     খ. অটবী
     গ. বারীদ
     ঘ. উদধি
১১. 'চন্দ্র' শব্দটির প্রতিশব্দ কোনটি ?
     ক. সুধাংশু
     খ. নেত্র
     গ. হৃদয়
     ঘ. তনু
১২. 'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ কোনটি ?
     ক. কলাপী
     খ. বিটপী
     গ. নীরধি
     ঘ. অবনী
১৩. 'মেদিনি' শব্দের সমার্থক শব্দ নিম্নের কোনটি ?
     ক. পৃথিবী
     খ. আকাশ
     গ. সমুদ্র
     ঘ. বাতাস
১৪. 'ঢেউ' এর সমার্থক শব্দ নয় কোনটি ?
     ক. তরঙ্গ
     খ. বীচি
     গ. ঊর্মি
     ঘ. বারিধি
১৫. 'সূর্য' এর প্রতিশব্দ কোনটি ?
     ক. শশাংক
     খ. আদিত্য
     গ. সুধাংশু
     ঘ. সুধাংশু
১৬. 'কথা' -এর সমার্থক শব্দ কোনটি ?
     ক. খাদক
     খ. তনয়া
     গ. উদধি
     ঘ. বচন
১৭. 'আকাল' শব্দের সমার্থক কোনটি ?
     ক. মহামারী
     খ. দুর্ভিক্ষ
     গ. পৃথিবী
     ঘ. আকাশ
১৮. দ্বারা, দিয়া, কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি ?
     ক. তৃতীয়া বিভক্তি
     খ. শূন্য বিভক্তি
     গ. প্রথমা বিভক্তি
     ঘ. দ্বিতীয়া বিভক্তি
১৯. অভিরাম শব্দের অর্থ কি ?
     ক. সুন্দর
     খ. বালিশ
     গ. চলন
     ঘ. বিরামহীন
২০. 'শরতের শিশির' বাগধারাটির অর্থ কি ?
     ক. শরতের শোভা
     খ. সুসময়ের সঞ্চয়
     গ. সুসময়ের বন্ধু
     ঘ. শরতের শিউলি ফুল
২১. 'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ কি ?
     ক. অপদার্থ
     খ. মারা যাওয়া
     গ. না জেনে কিছু করা
     ঘ. ন্যাকামি
২২. 'উত্তম মধ্যম' বলতে কি বুঝায় ?
     ক. সম্মান করা
     খ. সমাদর করা
     গ. প্রহার করা
     ঘ. আদর করা
২৩. 'বিড়াল তপস্বী' কথাটির অর্থ কি ?
     ক. কাল্পনিক কাহিনী
     খ. দেখতে সাধু হলেও ভণ্ড
     গ. ন্যাকামি
     ঘ. অজানা থাকা
২৪. 'কাকনিদ্রা' শব্দটির অর্থ কি ?
     ক. অগভীর সতর্ক নিদ্রা
     খ. কাকের ন্যায় নিদ্রার
     গ. গভীর নিদ্রা
     ঘ. অনিষ্ট চিন্তা
২৫. 'কংস মামা' বাগধারাটির অর্থ কি ?
     ক. অপ্রিয় ব্যক্তি
     খ. পরম আত্মীয়
     গ. নির্মম আত্মীয়
     ঘ. আপন মামা