Home
About Us
Contact
News & Updates
Model Test 13
০১. বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে ?
ক. কারক
খ. বিভক্তি
গ. প্রত্যয়
ঘ. অনুসর্গ
০২. গির্জা কোন ভাষার অন্তর্গত শব্দ ?
ক. পর্তুগিজ
খ. ফারসী
গ. ওলন্দাজ
ঘ. পাঞ্জাবী
০৩. কোন শব্দযুগল বিপরীতার্থক নয় ?
ক. কুটিল-সরল
খ. ঐচ্ছিক-অনাবশ্যিক
গ. কম-বেশী
ঘ. কদাচার-সদাচার
০৪. কোনটি দেশীয় শব্দ ?
ক. কুড়ি
খ. কলম
গ. কৃপণ
ঘ. কপি
০৫. কোনটি বিদেশী শব্দ ?
ক. হায়াত
খ. ডাগর
গ. হাত
ঘ. নাগর
০৬. 'কলম' কোন ভাষার শব্দ ?
ক. পর্তুগিজ
খ. ফারসি
গ. আরবি
ঘ. ওলন্দাজ
০৭. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয় ?
ক. ক্রিয়া ও সর্বনাম
খ. বিশেষ্য ও সর্বনাম
গ. বিশেষ্য ও বিশেষণ
ঘ. বিশেষণ ও ক্রিয়া
০৮. 'চন্দ্র' ও 'সূর্য' কোন শব্দের উদাহারণ ?
ক. তদ্ভব শব্দ
খ. বিদেশী শব্দ
গ. অর্ধতৎসম শব্দ
ঘ. তৎসম শব্দ
০৯. কোনটি শব্দটি দেশী শব্দ নয় ?
ক. ঢেঁকি
খ. অংশ
গ. টং
ঘ. চাটাই
১০. 'তৎসম' কোন ধরনের শব্দ ?
ক. আঞ্চলিক শব্দ
খ. মিশ্র শব্দ
গ. পারিভাষিক শব্দ
ঘ. ফারসি
১১. 'উকিল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
ক. আরবি
খ. ওলন্দাজ
গ. তুর্কি
ঘ. ফরাসি
১২. 'প্যাগোডা' কোন দেশের শব্দ ?
ক. চীনা
খ. জাপানি
গ. জার্মান
ঘ. বর্মি
১৩. কোনটি তৎসম শব্দ ?
ক. ফুল
খ. ডিম
গ. ছেরাদ্দ
ঘ. হাত
১৪. বাংলা ভাষায় কতটি যতি চিহ্নের প্রচলন রয়েছে ?
ক. ১২ টি
খ. ১৫ টি
গ. ১০ টি
ঘ. ৯ টি
১৫. দুটো ধ্বনির অল্প বিস্তর সমতা লাভ করাকে কি বলে ?
ক. অসমীকরণ
খ. সমীভবন
গ. মধ্যস্বর লোপ
ঘ. কোনটিই নয়
১৬. দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কি বলে ?
ক. সমীভবন
খ. অসমীভবন
গ. পরাগত
ঘ. বিষমীভবন
১৭. বাংলা স্বরধ্বনিতে মোট কয়টি দীর্ঘস্বর আছে ?
ক. ৫ টি
খ. ৭ টি
গ. ৬ টি
ঘ. ৯ টি
১৮. 'পটল তোলা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি ?
ক. মারা যাওয়া
খ. পরীক্ষায় ফেল করা
গ. পটল খাওয়া
ঘ. পটল গাছ হতে পটল তোলা
১৯. 'কত ধানে কত চাল' বাগধারাটির অর্থ কি ?
ক. টের পাওয়ানো
খ. ষড়যন্ত্র করা
গ. হিসাব নেওয়া
ঘ. পরিমাণ জানা
২০. কোনটি ফারসি উপসর্গ ?
ক. হয়
খ. কাম
গ. কার
ঘ. হাফ
২১. কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?
ক. পরা
খ. দুর
গ. উৎ
ঘ. ভর
২২. 'বিধবা' শব্দের বিপরীত লিঙ্গ কি ?
ক. অধবা
খ. বহুপত্নীক
গ. বিপত্নীক
ঘ. সধবা
২৩. 'মৎস্য' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?
ক. মৎসিনী
খ. মৎসী
গ. মৎসা
ঘ. মসিনী
২৪. 'কুলি' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি ?
ক. কামিন
খ. কামিনী
গ. কুলিনা
ঘ. কুলিনী
২৫. কোনটিতে পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়েছে ?
ক. বকনা বাছুর
খ. স্ত্রীলোক
গ. মহিলা পুলিশ
ঘ. মাদি ঘোড়া
Finish The Exam