Model Test 12
০১. অর্থসঙ্গতি বিশিষ্ট একাধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম -
     ক. কারক
     খ. বচন
     গ. সমাস
     ঘ. বাচ্য
০২. সমাস কয় প্রকার ?
     ক. ছয় প্রকার
     খ. চার প্রকার
     গ. পাঁচ প্রকার
     ঘ. তিন প্রকার
০৩. সমাস শব্দের অর্থ কি ?
     ক. বিশ্লেষণ
     খ. সংক্ষেপণ
     গ. সংযোজন
     ঘ. সংশ্লেষণ
০৪. সমাসের রীতি কোন ভাষা থেকে আগত ?
     ক. আরবি
     খ. ফারসি
     গ. ইংরেজী
     ঘ. সংস্কৃত
০৫. সমাসবদ্ব পদের পূর্ববর্তী অংশকে কি বলে ?
     ক. পূর্বপদ
     খ. পরপদ
     গ. বিশেষণ পদ
     ঘ. বিশেষ্য পদ
০৬. পরপদের অপর নাম কি ?
     ক. উত্তরপদ
     খ. উপপদ
     গ. পূর্বপদ
     ঘ. বিশেষ্য পদ
০৭. অল্প স্বরবিশিষ্ট পদ পূর্বপদে বসে কোন সমাসে ?
     ক. কর্মধারয়
     খ. দ্বন্দ্ব
     গ. দ্বিগু
     ঘ. তৎপুরুষ
০৮. বিশেষণ পদের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে কোন সমাস বলে ?
     ক. দ্বন্দ
     খ. তৎপুরুষ
     গ. দ্বিগু
     ঘ. কর্মধারয়
০৯. হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস ?
     ক. মিলনার্থে
     খ. সমার্থে
     গ. বিরোধার্থে
     ঘ. বিপরীতার্থে
১০. কোনটি সমার্থক দ্বন্দ্ব সমাস ?
     ক. ভাই-বোন
     খ. দুধে-ভাতে
     গ. কাগজ-পত্র
     ঘ. কোনটিই নয়
১১. কোনটি বিরোধার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
     ক. আয়-ব্যয়
     খ. স্বামী-স্ত্রী
     গ. দা-কুমডা
     ঘ. জমা-খরচ
১২. তৎপুরুষ সমাস কয় প্রকার ?
     ক. ২ প্রকার
     খ. ৯ প্রকার
     গ. ৩ প্রকার
     ঘ. ৬ প্রকার
১৩. ব্যাপ্তি অর্থে কোন তৎপুরুষ সমাস হয় ?
     ক. ২য়া
     খ. ৫মী
     গ. ৩য়া
     ঘ. ৪র্থী
১৪. 'রাজপথ' -এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
     ক. রাজপুত্রদের পথ
     খ. রাজাদের পথ
     গ. রাজার পথ
     ঘ. পথের রাজা
১৫. 'আশীবিষ' অর্থ কি ?
     ক. হুতাশন
     খ. ভুজঙ্গ
     গ. মার্তণ্ড
     ঘ. কোনটিই নয়
১৬. পূর্বপদে উপসর্গ বসে কোন সমাসে ?
     ক. অব্যয়ীভাব
     খ. নিত্য
     গ. বহুব্রীহি
     ঘ. প্রাদি
১৭. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
     ক. সিংহাসন
     খ. ভাই-বোন
     গ. কানাকানি
     ঘ. কোনটিই নয়
১৮. 'পুরুষসিংহ' কোন সমাস ?
     ক. কর্মধারয় সমাস
     খ. দ্বিগু সমাস
     গ. অভ্যয়ীভাব সমাস
     ঘ. দ্বন্দ্ব সমাস
১৯. 'স্কুল পালানো' কোন সমাসের উদাহরণ ?
     ক. পঞ্চমী তৎপুরুষ
     খ. দ্বিতীয়া তৎপুরুষ
     গ. তৃতীয়া তৎপুরুষ
     ঘ. চতুর্থী তৎপুরুষ
২০. 'ছেলেধরা' কোন সমাসের উদাহরণ ?
     ক. ষষ্ঠী তৎপুরুষ
     খ. অলুক তৎপুরুষ
     গ. উপপদ তৎপুরুষ
     ঘ. কোনটিই নয়
২১. 'শতাব্দী' কোন সমাসের উদাহরণ ?
     ক. কর্মধারয়
     খ. বহুব্রীহি
     গ. তৎপুরুষ
     ঘ. দ্বিগু
২২. 'প্রতিবাদ' এর সঠিক ব্যাসবাক্য কোনটি ?
     ক. প্রতির নিমিত্তে বাদ
     খ. প্রতিকে বাদ
     গ. প্রতি যে বাদ
     ঘ. কোনটিই নয়
২৩. 'দম্পতি' কোন সমাসের উদাহরণ ?
     ক. কর্মধারয়
     খ. দ্বন্দ্ব
     গ. দ্বিগু
     ঘ. অভ্যয়ীভাব
২৪. 'ঘরজামাই' কোন সমাস ?
     ক. মধ্যপদলোপী কর্মধারয়
     খ. উপমিত কর্মধারয়
     গ. রুপক কর্মধারয়
     ঘ. তৎপুরুষ
২৫. দেশ-বিদেশ কোন সমাসের উদাহরণ ?
     ক. কর্মধারয় সমাস
     খ. অলুক দ্বন্দ্ব
     গ. দ্বন্দ্ব
     ঘ. বহুব্রীহি