Model Test 10
০১. ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
     ক. তদ্বিত প্রত্যয়
     খ. শব্দ প্রত্যয়
     গ. কৃৎ প্রত্যয়
     ঘ. ধাতু প্রত্যয়
০২. প্রত্যয় কত প্রকার ?
     ক. ২ প্রকার
     খ. ৩ প্রকার
     গ. ৪ প্রকার
     ঘ. ৫ প্রকার
০৩. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
     ক. শব্দ প্রত্যয়
     খ. তদ্বিত প্রত্যয়
     গ. কৃৎ প্রত্যয়
     ঘ. ধাতু প্রত্যয়
০৪. 'লাজুক' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
     ক. লা + জুক
     খ. লা + উক
     গ. লাজু ‌+ উক
     ঘ. লাজ + উক
০৫. কোন প্রত্যয় যুক্ত কৃদন্ত পদে সাধারণত দ্বিত্ব প্রয়োগ হয় ?
     ক. অ
     খ. আ
     গ. ই
     ঘ. ঈ
০৬. তদ্বিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয় ?
     ক. নাম প্রকৃতি
     খ. বিশেষ্য প্রকৃতি
     গ. বিশেষণ প্রকৃতি
     ঘ. ক্রিয়া বিভক্তি
০৭. 'চলন্ত' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
     ক. চল + ন্ত
     খ. চল + অন্ত
     গ. চলন + ত
     ঘ. কোনটিই নয়
০৮. 'শৈশব' এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি ?
     ক. শৈ + শব
     খ. শিশ + ব
     গ. শিশু + ব
     ঘ. শিশু + ষ্ণ
০৯. ধাতুর সঙ্গে পুরুষ বা কালবাচক বিভক্তি যোগ করলে কোন পদ হয় ?
     ক. বিশেষণ
     খ. ক্রিয়া
     গ. অব্যয়
     ঘ. বিশেষ্য
১০. প্রত্যয় শব্দের কোথায় বসে ?
     ক. মাঝে
     খ. পূর্বে
     গ. পরে
     ঘ. পূর্বে এবং পরে
১১. বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় ?
     ক. প্রকৃতি
     খ. ধাতু
     গ. প্রাতিপদিক
     ঘ. কোনটিই নয়
১২. উপসর্গের কাজ কি ?
     ক. সংস্করণ
     খ. নতুন শব্দ গঠন
     গ. ভাবের পার্থক্য নিরুপণ
     ঘ. কোনটিই নয়
১৩. শব্দের পূর্বে বসে কোনটি ?
     ক. উপসর্গ
     খ. বিভক্তি
     গ. প্রত্যয়
     ঘ. অনুসর্গ
১৪. উপসর্গ প্রধানত কয় প্রকার ?
     ক. চার প্রকার
     খ. পাঁচ প্রকার
     গ. ছয় প্রকার
     ঘ. তিন প্রকার
১৫. 'বিজ্ঞান' শব্দের 'বি' উপসর্গ কি শ্রেণীর অর্থে ব্যবহৃত হয়েছে ?
     ক. অভাব
     খ. বিশেষ
     গ. সাধারণ
     ঘ. কোনটিই নয়
১৬. 'বর' কোন শ্রেণীর উপসর্গ ?
     ক. খাঁটি বাংলা
     খ. তৎসম
     গ. ইংরেজী
     ঘ. বিদেশী
১৭. খাঁটি বাংলা উপসর্গ কয়টি ?
     ক. ১৫ টি
     খ. ২১ টি
     গ. ২০ টি
     ঘ. ১০ টি
১৮. উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
     ক. রূপ তত্ত্বে
     খ. ধ্বনি তত্ত্বে
     গ. অর্থ তত্ত্বে
     ঘ. বাক্য তত্ত্বে
১৯. সন্ধিতে কিসের মিলন হয় ?
     ক. বর্ণের
     খ. পদের
     গ. ধ্বনির
     ঘ. ধাতুর
২০. বাংলা সন্ধি কয় প্রকার ?
     ক. দুই প্রকার
     খ. তিন প্রকার
     গ. চার প্রকার
     ঘ. ছয় প্রকার
২১. বিষর্গ সন্ধি কয় প্রকার ?
     ক. চার
     খ. পাঁচ
     গ. তিন
     ঘ. দুই
২২. খাঁটি বাংলায় কোন সন্ধি নেই ?
     ক. ব্যঞ্জন সন্ধি
     খ. স্বর সন্ধি
     গ. বিসর্গ সন্ধি
     ঘ. কোনটিই নয়
২৩. ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলে কোন সন্ধি হয় ?
     ক. স্বর সন্ধি
     খ. ব্যঞ্জন সন্ধি
     গ. বিসর্গ সন্ধি
     ঘ. নিপাতনে সিদ্ব সন্ধি
২৪. 'কারাগার' -এর সন্ধি বিচ্ছেদ -
     ক. কারা + আগার
     খ. কার + আগার
     গ. কর + আগার
     ঘ. কার + আগর
২৫. 'নাবিক' -এর সন্ধি বিচ্ছেদ -
     ক. না + ইক
     খ. নৌ + ইক
     গ. নব + ইক
     ঘ. নবৌ + ইক