Model Test 01
০১. বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি ?
     ক. ৩টি
     খ. ৫টি
     গ. ২টি
     ঘ. ৪টি
০২. 'কাঁচি' কোন ধরনের শব্দ ?
     ক. তুর্কি
     খ. আরবি
     গ. ফারসি
     ঘ. হিন্দি
০৩. অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোনটিতে ?
     ক. ডানার রৌদ্রের গন্ধে মুছে ফেলে চিল
     খ. আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
     গ. কাজের পরিচয় ফলে বুঝা যায়
     ঘ. ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
০৪. উপসর্গযুক্ত শব্দ-
     ক. বিদ্যা
     খ. বিষয়
     গ. বিপুল
     ঘ. বিদ্রোহী
০৫. 'হাত-ভারি' বাগধারার অর্থ কি ?
     ক. কৃপন
     খ. দাতা
     গ. কম খরচে
     ঘ. দরিদ্র
০৬. অপলাপ শব্দের অর্থ কি ?
     ক. অস্বীকার
     খ. প্রলাপ
     গ. মিথ্যা
     ঘ. অসাদলাপ
০৭. 'আটকপালে' বাগধারাটির অর্থ কি ?
     ক. সফল
     খ. কপাল পোড়া
     গ. কঠিন
     ঘ. ভাগ্যবান
০৮. 'ভিক্ষুকটা যে পিছনে লেগেই রযেছে, কী বিপদ!' - এই বাক্যের 'কী' এর অর্থ -
     ক. রাগ
     খ. ভয়
     গ. বিপদ
     ঘ. বিরক্তি
০৯. 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ-
     ক. বাদক
     খ. তোষামুদে
     গ. সাহায্যকারী
     ঘ. স্বাস্থ্যহীন লোক
১০. 'চাদের হাট' -অর্থ কি ?
     ক. বন্ধুদের সমাগম
     খ. গণ্যমান্যদের সমাগম
     গ. আত্মীয় সমাগম
     ঘ. প্রিয়জন সমাগম
১১. 'কর্মে যাহার ক্লান্তি নাই' এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি ?
     ক. ক্লান্তিহীন
     খ. অক্লান্ত
     গ. অক্লান্ত কর্মী
     ঘ. অবিশ্রাম
১২. ণত্ব বিধি সাধারনত কোন শব্দে প্রযোজ্য ?
     ক. দেশী
     খ. তৎসম
     গ. তদ্ভব
     ঘ. বিদেশী
১৩. কোনটি অনুজ্ঞা ?
     ক. তুমি যাও
     খ. তুমি গিয়েছিলে
     গ. তুমি যাচ্ছিলে
     ঘ. তুমি যাচ্ছ
১৪. 'যত বড় মুখ নয় তত বড় কথা' -এখানে 'মুখ' বলতে কি বোঝাচ্ছে ?
     ক. অনুভূতি
     খ. গালি
     গ. প্রত্যঙ্গ
     ঘ. শক্তি
১৫. কোন বানানটি শুদ্ধ ?
     ক. মুমুর্ষু
     খ. মুমূর্ষু
     গ. মূমুর্ষু
     ঘ. মূমূর্ষূ
১৬. 'বিরাগী' শব্দের অর্থ কি ?
     ক. রাগহীন
     খ. প্রতিকুল
     গ. বিশেষভাবে রুষ্ট
     ঘ. উদাসীন
১৭. 'পদ' বলতে কি বুঝায় ?
     ক. কবিতার চরণ
     খ. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতু
     গ. যে কোনো শব্দ
     ঘ. প্রত্যায়ান- শব্দ বা ধাতু
১৮. কোন বানানটি শুদ্ধ ?
     ক. শুশ্রূষা
     খ. সুশ্রুষা
     গ. সুশ্রুসা
     ঘ. শুশ্রুষা
১৯. 'বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান' -এখানে 'টাপুর টুপুর' কোন ধরনের শব্দ ?
     ক. ধ্বন্যাত্মক শব্দ
     খ. অবস্থাবাচক শব্দ
     গ. বাক্যালঙ্কার শব্দ
     ঘ. দ্বিরুক্ত শব্দ
২০. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ ?
     ক. সিংহাসন
     খ. কানাকানি
     গ. ভাই-বোন
     ঘ. গাছপাকা
২১. 'যা সহজে অতিক্রম করা যায় না' এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কি ?
     ক. অনতিক্রম্য
     খ. অলঙ্ঘ্য
     গ. দুর্গম
     ঘ. দুরতিক্রম্য
২২. 'ব্যাঙের সর্দি' -অর্থ কি ?
     ক. রোগ বিশেষন
     খ. প্রতারণা
     গ. অসম্ভব ঘটনা
     ঘ. সম্ভাব্য ঘটনা
২৩. বাংলা বর্ণ মালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি ?
     ক. ৮টি
     খ. ১০টি
     গ. ৯টি
     ঘ. ১১টি
২৪. 'হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখতো সে'- বাক্যটিতে 'দিয়ে' হলো-
     ক. অনুসর্গ
     খ. অব্যয়
     গ. প্রত্যয়
     ঘ. উপসর্গ
২৫. লিঙ্গান্তর হয়না এমন শব্দ কোনটি ?
     ক. সাহেব
     খ. কবিরাজ
     গ. গানের কলিতে
     ঘ. সঙ্গী