Home
About Us
Contact
News & Updates
Model Test 08
০১. আরাকান পাহাড় থেকে উৎপন্ন নদী কোনটি ?
ক. সাঙ্গু নদী
খ. নাফ নদী
গ. ফেনি নদী
ঘ. কর্ণফুলী নদী
০২. ভৈরব ব্রীজ কোন নদীর উপর অবস্থিত ?
ক. মেঘনা
খ. কুশিয়ারা
গ. সুরমা
ঘ. যমুনা
০৩. মেঘনা নদী পতিত হয়েছে -
ক. নাফ নদীতে
খ. বঙ্গোপসাগরে
গ. কর্ণফুলীতে
ঘ. কোনটিই নয়
০৪. পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে -
ক. চাঁদপুরে
খ. গোয়ালন্দে
গ. খুলনায়
ঘ. কুড়িগ্রামে
০৫. যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে -
ক. গোয়ালন্দে
খ. চাঁদপুরে
গ. খুলনায়
ঘ. কুড়িগ্রামে
০৬. রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে
ক. গোয়ালন্দে
খ. সিলেটে
গ. খুলনায়
ঘ. চট্টগ্রামে
০৭. শীতলক্ষ্যা কোন নদী হতে উৎপন্ন হয়েছে ?
ক. ব্রহ্মপুত্র
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. মেঘনা
০৮. মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত ?
ক. ভৈরব
খ. যমুনা
গ. মেঘনা
ঘ. পশুর
০৯. বাংলাদেশের সর্ব উত্তরের শহর কোনটি ?
ক. রাঙ্গামাটি
খ. তেঁতুলিয়া
গ. চট্টগ্রাম
ঘ. টেকনাফ
১০. বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি
ক. মেহেরপুর
খ. চট্টগ্রাম
গ. রাঙ্গামাটি
ঘ. কুমিল্লা
১১. বাংলাদেশের সর্ব দক্ষিনের শহর কোনটি ?
ক. টেকনাফ
খ. তেঁতুলিয়া
গ. রাঙ্গামাটি
ঘ. মেহেরপুর
১২. প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে ?
ক. অশোক মৌর্য্য
খ. চন্দ্রগুপ্ত মৌর্য্য
গ. সমুদ্র গুপ্ত
ঘ. অশোক গুপ্ত
১৩. ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন-
ক. পর্তুগীজরা
খ. ওলন্দাজরা
গ. ইংরেজরা
ঘ. ফরাসিরা
১৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের কোন দেশ বাংলাদেশের পক্ষে ভেটো প্রদান করেছিল ?
ক. ফ্রান্স
খ. যুক্তরাজ্য
গ. সোভিয়েত ইউনিয়ন
ঘ. যুক্তরাষ্ট্র
১৫. বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিল এর অন্তর্ভুক্ত করা হয়েছে ?
ক. চতুর্থ তফসিল
খ. পঞ্চম তফসিল
গ. সপ্তম তফসিল
ঘ. তৃতীয় তফসিল
১৬. 'বঙ্গভঙ্গ' কালে ভারতের ভাইসরয় কে ছিলেন ?
ক. লর্ড মাউন্ট ব্যাটেন
খ. লর্ড ব্যাটেন
গ. লর্ড ওয়াভেল
ঘ. লর্ড কার্জন
১৭. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ক. সিলেটের বনভূমি
খ. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
গ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
ঘ. খুলনার বনভূমি
১৮. বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায় ?
ক. ফরিদপুর
খ. রংপুর
গ. শেরপুর
ঘ. জামালপুর
১৯. 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে ?
ক. ময়মনসিংহ
খ. সিলেট
গ. কক্সবাজার
ঘ. পার্বত্য চট্টগ্রাম
২০. বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়-
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৮৫ সালে
২১. বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় কত সালে ?
ক. ১৯৮১ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ১৯৯১ সালে
২২. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি ?
ক. বিকন অন্বেষা
খ. নোয়া
গ. ব্র্যাক অন্বেষা
ঘ. নোয়া অন্বেষা
২৩. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল ?
ক. অসাম্প্রদায়িকতা
খ. বাঙালী জাতীয়তাবাদ
গ. সামাজিক চেতনা
ঘ. দ্বি-জাতি তত্ত্ব
২৪. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না-
ক. নবাব স্যার সলিমুল্লাহ
খ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
গ. এ কে ফজলুল হক
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
২৫. জুম চাষ হয়-
ক. বরিশালে
খ. দিনাজপুরে
গ. খাগড়াছড়িতে
ঘ. ময়মনসিংহে
Finish The Exam