Model Test 07
০১. বিটিভি'র প্রথম মহিলা মহাপরিচালক কে ?
     ক. ফেরদৌস আরা বেগম
     খ. ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
     গ. নাজমুন আরা সুলতানা
     ঘ. জাকিয়া আখতার
০২. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে ?
     ক. তাহমিনা হক ডলি
     খ. নাজমুন আরা সুলতানা
     গ. ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
     ঘ. সেলিনা হায়াত আইভি
০৩. বাংলাদেশের প্রথম মহিলা সিটি মেয়র কে ?
     ক. তাহমিনা হক ডলি
     খ. সেলিনা হায়াত আইভি
     গ. ফেরদৌস আরা বেগম
     ঘ. ড. শিরিন শারমিন চৌধুরী
০৪. বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি ?
     ক. ড. শিরিন শারমিন চৌধুরী
     খ. তাহমিনা হক ডলি
     গ. ফেরদৌস আরা বেগম
     ঘ. সেলিনা হায়াত আইভি
০৫. বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি ?
     ক. পিপীলিকা
     খ. গুগল
     গ. ইয়াহু
     ঘ. মৌমাছি
০৬. ঢাকা কোন নদীর তীরে অবস্থিত ?
     ক. শীতলক্ষা
     খ. ইছামতি
     গ. বুড়িগঙ্গা
     ঘ. সুরমা
০৭. নারায়নগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত
     ক. শীতলক্ষা
     খ. ইছামতি
     গ. সুরমা
     ঘ. ধলেশ্বরী
০৮. পাবনা কোন নদীর তীরে অবস্থিত
     ক. বুড়িগঙ্গা
     খ. সুরমা
     গ. ধলেশ্বরী
     ঘ. ইছামতি
০৯. কুমিল্লা কোন নদীর তীরে অবস্থিত
     ক. বুড়িগঙ্গা
     খ. গোমতি
     গ. ইছামতি
     ঘ. শীতলক্ষা
১০. বাংলাদেশের সবচেয়ে ছোট নদী কোনটি ?
     ক. গোমতি
     খ. ইছামতি
     গ. গোবরা
     ঘ. সুরমা
১১. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে
     ক. মিজোরাম রাজ্যে
     খ. ত্রিপুরা রাজ্যে
     গ. মনিপুর রাজ্যে
     ঘ. মেঘালয় রাজ্যে
১২. যমুনা নদী কোথায় পতিত হয়েছে ?
     ক. ব্রহ্মপুত্র
     খ. পদ্মা
     গ. মেঘনা
     ঘ. বঙ্গোপসাগর
১৩. মহানন্দা কোন নদীর উপনদী ?
     ক. পদ্মা
     খ. মেঘনা
     গ. সুরমা
     ঘ. ধলেশ্বরী
১৪. পুনর্ভবা কোন নদীর উপনদী ?
     ক. মেঘনা
     খ. ধলেশ্বরী
     গ. সুরমা
     ঘ. পদ্মা
১৫. যমুনা নদী কোথায় পতিত হয়েছে
     ক. ধলেশ্বরী
     খ. পদ্মা
     গ. সুরমা
     ঘ. বঙ্গোপসাগর
১৬. পদ্মা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে ?
     ক. সিকিম পর্বত থেকে
     খ. কৈলাস
     গ. বরাইল
     ঘ. হিমালয় পর্বত থেকে
১৭. গঙ্গানদীর প্রধান শাখা কোনটি ?
     ক. ধলেশ্বরী
     খ. পদ্মা
     গ. যমুনা
     ঘ. বঙ্গোপসাগর
১৮. বাংলাদেশের ২য় দীর্ঘতম নদী কোনটি ?
     ক. পদ্মা
     খ. সুরমা
     গ. মেঘনা
     ঘ. বঙ্গোপসাগর
১৯. আড়িয়াল খাঁ কোন নদীর শাখা নদী ?
     ক. পদ্মা
     খ. সুরমা
     গ. মেঘনা
     ঘ. ধলেশ্বরী
২০. কপোতাক্ষ কোন নদীর প্রশাখা নদী ?
     ক. ধলেশ্বরী
     খ. বঙ্গোপসাগর
     গ. পদ্মা
     ঘ. মেঘনা
২১. মেঘনা নদীর উৎপত্তি হয়েছে কোথা থেকে ?
     ক. হিমালয় পর্বত থেকে
     খ. সিকিম পর্বত থেকে
     গ. কৈলাস থেকে
     ঘ. আসামের পার্বত্য অঞ্চল থেকে
২২. বাংলাদেশের গভীরতম নদীর নাম কী ?
     ক. পদ্মা
     খ. ধলেশ্বরী
     গ. মেঘনা
     ঘ. বঙ্গোপসাগর
২৩. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি-
     ক. স্বায়ত্তশাসিত সংস্থা
     খ. সাংবিধানিক সংস্থা
     গ. কর্পোরেট সংস্থা
     ঘ. আধা-স্বায়ত্তশাসিত সংস্থা
২৪. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
     ক. করতোয়া
     খ. মেঘনা
     গ. ধলেশ্বরী
     ঘ. সুরমা
২৫. মুহুরী নদী কোথায় উৎপন্ন হয়েছে ?
     ক. হিমালয় পর্বত থেকে
     খ. সিকিম পর্বত থেকে
     গ. ভারতের ত্রিপুরার লুসাই পাহাড় থেকে
     ঘ. কোনটিই নয়