Model Test 06
০১. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি ?
     ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     খ. সৈয়দ নজরুল ইসলাম
     গ. তাজউদ্দিন আহমেদ
     ঘ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
০২. বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতির নাম কি ?
     ক. সৈয়দ নজরুল ইসলাম
     খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     গ. তাজউদ্দিন আহমেদ
     ঘ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
০৩. বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতির নাম কি ?
     ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     খ. সৈয়দ নজরুল ইসলাম
     গ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
     ঘ. তাজউদ্দিন আহমেদ
০৪. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী নাম কি ?
     ক. তাজউদ্দিন আহমেদ
     খ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
     গ. সৈয়দ নজরুল ইসলাম
     ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
০৫. বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি ?
     ক. এ. এইচ. এম. কামরুজ্জামান
     খ. এম. এইচ. খোন্দকার
     গ. তাজউদ্দিন আহমেদ
     ঘ. সৈয়দ নজরুল ইসলাম
০৬. বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি ?
     ক. সৈয়দ নজরুল ইসলাম
     খ. তাজউদ্দিন আহমেদ
     গ. ক্যাপ্টেন এম. মনসুর আলী
     ঘ. এ. এইচ. এম. কামরুজ্জামান
০৭. বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি -
     ক. এ. এস. এম. সায়েম
     খ. এ. এইচ. এম. কামরুজ্জামান
     গ. এম. এইচ. খোন্দকার
     ঘ. এ. এন. হামিদুল্লাহ
০৮. বাংলাদেশের প্রথম এটর্নী জেনারেলের নাম কি ?
     ক. সৈয়দ নজরুল ইসলাম
     খ. এ. এস. এম. সায়েম
     গ. এম. কামরুজ্জামান
     ঘ. এম. এইচ. খোন্দকার
০৯. বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি ?
     ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
     খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
     গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
     ঘ. কোনটিই নয়
১০. বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন কোনটি ?
     ক. ডিসিসিআই
     খ. বিকেএমইএ
     গ. এফবিসিসিআই
     ঘ. বিজিএমইএ
১১. ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচিত প্রথম মেয়র ?
     ক. মোহাম্মদ হানিফ
     খ. আনিসুল হক
     গ. মোহাম্মদ কামরুজ্জামান
     ঘ. তাজউদ্দিন আহমেদ
১২. প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারীর নাম কি ?
     ক. এ. এস. এম. সায়েম
     খ. আ. স. ম. আব্দুর রব
     গ. তাজউদ্দিন আহমেদ
     ঘ. সৈয়দ নজরুল ইসলাম
১৩. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান-
     ক. রাষ্ট্রপতি
     খ. প্রধানমন্ত্রী
     গ. সেনাবাহিনীর প্রধান
     ঘ. স্বরাষ্ট্রমন্ত্রী
১৪. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদানকারী দেশ কোনটি ?
     ক. ইরাক
     খ. জাপান
     গ. সোভিয়েত ইউনিয়ন
     ঘ. ভারত
১৫. বাংলাদেশের প্রথম মহিলা পাইলটের নাম কি ?
     ক. মাহমুদা হক চৌধুরী
     খ. কানিজ ফাতেমা রোকশানা
     গ. জাকিয়া আখতার
     ঘ. কানিজ চৌধুরী
১৬. বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত ?
     ক. কানিজ ফাতেমা রোকশানা
     খ. জাকিয়া আখতার
     গ. কানিজ রোকশানা
     ঘ. মাহমুদা হক চৌধুরী
১৭. বাংলাদেশের প্রথম মডেল থানা কোনটি ?
     ক. সাভার, ঢাকা
     খ. ভালুকা, ময়মনসিংহ
     গ. চকবাজার, চট্টগ্রাম
     ঘ. কোতোয়ালী, সিলেট
১৮. বাংলাদেশের প্রথম এভারেষ্ট বিজয়ী কে ?
     ক. মুসা ইব্রাহিম
     খ. ইব্রাহিম চৌধুরী
     গ. কানিজ চৌধুরী
     ঘ. ব্রজেন দাশ
১৯. বাংলাদেশের প্রথম মহিলা সচিবের নাম কি ?
     ক. জাকিয়া আখতার
     খ. নাজমুন আরা সুলতানা
     গ. কানিজ চৌধুরী
     ঘ. মাহমুদা হক চৌধুরী
২০. বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতির নাম কি ?
     ক. ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
     খ. জাকিয়া আখতার
     গ. নাজমুন আরা সুলতানা
     ঘ. সুরাইয়া রহমান
২১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপ-উপাচার্যের নাম কি ?
     ক. জাকিয়া আখতার
     খ. কানিজ চৌধুরী
     গ. নাজমুন আরা সুলতানা
     ঘ. ডঃ জিন্নাতুন্নেছা তাহমিদা
২২. বাংলাদেশের প্রথম বানিজ্য জাহাজ -
     ক. বি. এন. এস. পদ্মা
     খ. মুক্তি
     গ. বাংলার দূত
     ঘ. অগ্রযাত্রা
২৩. বাংলাদেশের প্রথম রণতরীর নাম কি ?
     ক. বি. এন. এস. হাজী মহসীন
     খ. বি. এন. এস. পদ্মা
     গ. বি. এন. এস. ঈশা খাঁ
     ঘ. বাংলার দূত
২৪. প্রথম বাংলা চলচ্চিত্রের নাম কি ?
     ক. মুখ ও মুখোশ
     খ. স্টপ জেনোসাইড
     গ. সূর্যস্নান
     ঘ. সোনার কাজল
২৫. প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী বাঙ্গালী কে ?
     ক. মুসা ইব্রাহিম
     খ. ইব্রাহিম চৌধুরী
     গ. ব্রজেন দাশ
     ঘ. ব্রজেন মহাজন