Home
About Us
Contact
News & Updates
Model Test 05
০১. বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার বর্ণিত আছে ?
ক. ১৪ নং
খ. ১৬ নং
গ. ১৭ নং
ঘ. ১৫ নং
০২. বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স কমপক্ষে কত হতে হবে ?
ক. ২৫
খ. ১৮
গ. ৩৫
ঘ. ৩০
০৩. শহীদ চান্দু স্টেডিয়ার কোন শহরে অবস্থিত ?
ক. কুমিল্লা
খ. বগুড়া
গ. চট্টগ্রাম
ঘ. রাজশাহী
০৪. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয় ?
ক. ২৬ ডিসেম্বর ১৯৭৯
খ. ১ জানুয়ারি ১৯৮০
গ. ২১ ফেব্রুয়ারি ১৯৮০
ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭৯
০৫. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে ?
ক. অস্ট্রিক
খ. নেগ্রিটে
গ. ভোটচীন
ঘ. দ্রাবির
০৬. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে ?
ক. ১৯৬৪
খ. ১৯৫৮
গ. ১৯৪৭
ঘ. ১৯৬৫
০৭. সেন্টমার্টিন দ্বীপের আয়তন কত কিলোমিটার ?
ক. ১০
খ. ৮
গ. ১২
ঘ. ১৪
০৮. মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রনালয় কোন সালে গঠিত হয় ?
ক. ১৯৯২
খ. ২০০০
গ. ২০০২
ঘ. ২০০১
০৯. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ?
ক. এ এইচ এম কামরুজ্জামান
খ. শাহ আবদুল হামিদ
গ. সৈয়দ নজরুল ইসলাম
ঘ. মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ
১০. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম (বাঙালী) ভিসি কে ?
ক. ডঃ এম এরশাদ
খ. ডঃ আই এইচ জুবেরী
গ. স্যার এ, এফ, রহমান
ঘ. সৈয়দ আলী আহসান
১১. বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ-
ক. কুমিল্লা ক্যাডেট কলেজ
খ. ময়মনসিংহ ক্যাডেট কলেজ
গ. ফৌজদার হাট ক্যাডেট কলেজ
ঘ. রাজশাহী ক্যাডেট কলেজ
১২. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-
ক. মনিরুজ্জামান মিয়া
খ. স্যার পি জে হার্টস
গ. ডঃ রমেশচন্দ্র মজুমদার
ঘ. অধ্যাপক জি এইচ ল্যাংলী
১৩. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়-
ক. ২ ডিসেম্বর ১৯৯৭
খ. ২৩ জুন ১৯৯৭
গ. ২২ ডিসেম্বর ১৯৯৭
ঘ. ১৯ জানুয়ারি ১৯৯৮
১৪. জাতীয় শিক্ষক দিবস পালিত হয় ?
ক. ২ ফেব্রুয়ারি
খ. ৮ মার্চ
গ. ৩ মার্চ
ঘ. ১৯ জানুয়ারি
১৫. বাংলাদেশ সরকার ঘোষিত মুক্তিযোদ্ধাদের বীরত্ব ও সাহসিকতার জন্য শ্রেষ্ঠতম পুরস্কার-
ক. বীর উত্তম
খ. বীরশ্রেষ্ঠ
গ. বীর বিক্রম
ঘ. বীর প্রতীক
১৬. চট্টগ্রাম অঞ্চলের প্রাচীন নাম-
ক. রাঢ়
খ. গৌড়
গ. বঙ্গ
ঘ. হারিকেল
১৭. কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ ?
ক. ইসলাম খান
খ. শায়েস্তা খান
গ. রাজা মানসিং
ঘ. মীর জুমলা
১৮. বাংলাদেশের মন্ত্রিপরিষদ তাদের কাজকর্মের জন্য কার কাছে দায়ী ?
ক. জাতীয় সংসদের কাছে
খ. রাষ্ট্রপতির কাছে
গ. জনগণের কাছে
ঘ. জাতিসংঘের কাছে
১৯. বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -
ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে
খ. চট্টগ্রামের পতেঙ্গায়
গ. কুর্মিটোলা ক্যান্টনমেন্টে
ঘ. কলকাতায়
২০. বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র অবস্থিত-
ক. সিলেট
খ. সুন্দরবন
গ. চকোরিয়া
ঘ. নিঝুম দ্বীপ
২১. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন ?
ক. জন মেয়র
খ. ক্লাইভ
গ. আকবর
ঘ. কর্নওয়ালিস
২২. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি ?
ক. দিনাজপুর
খ. ঠাকুরগাঁও
গ. পঞ্চগড়
ঘ. লালমনিরহাট
২৩. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের ?
ক. কুমিল্লা
খ. সিলেট
গ. রংপুর
ঘ. রাঙ্গামাটি
২৪. সিলেট কোন নদীর তীরে অবস্থিত ?
ক. সুরমা
খ. রূপসা
গ. চন্দনা
ঘ. কর্ণফুলী
২৫. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত ?
ক. ময়নামতি
খ. সোনারগাঁ
গ. ঢাকা
ঘ. পাহাড়পুর
Finish The Exam