Model Test 04
০১. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত ?
     ক. ফেনী
     খ. সাতক্ষিরা
     গ. নোয়াখালী
     ঘ. লালমনিরহাট
০২. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন ?
     ক. ২০১০
     খ. ২০০৯
     গ. ২০১১
     ঘ. ২০০৮
০৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
     ক. ১৯২৫ সালে
     খ. ১৯২১ সালে
     গ. ১৯২৯ সালে
     ঘ. ১৯৩৩ সালে
০৪. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী ?
     ক. বরিশাল
     খ. মালদ্বীপ
     গ. হাতিয়া
     ঘ. সন্দ্বীপ
০৫. নিম্নের কোন ব্যক্তি বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ?
     ক. এ. এন. এম. হামিদুল্লাহ্‌
     খ. লুৎফর রহমান সরকার
     গ. ডঃ ফরাস উদ্দিন
     ঘ. এস নুরুল ইসলাম
০৬. বীমা কোম্পানি সমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ?
     ক. শিল্প মন্ত্রণালয়
     খ. বাণিজ্য মন্ত্রণালয়
     গ. অর্থ মন্ত্রণালয়
     ঘ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়
০৭. স্বাধীনতা সংগ্রামকালে বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়-
     ক. ১১ ভাগে
     খ. ১৩ ভাগে
     গ. ৯ ভাগে
     ঘ. ১২ ভাগে
০৮. বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র-
     ক. তিতাস গ্যাস ক্ষেত্র
     খ. রশিদপুর গ্যাস ক্ষেত্র
     গ. হবিগঞ্জ গ্যাস ক্ষেত্র
     ঘ. বাখরাবাদ গ্যাস ক্ষেত্র
০৯. বাংলাদেশের প্রচীন শহর-
     ক. ঢাকা
     খ. মহাস্থানগড়
     গ. ময়নামতি
     ঘ. পাহাড়পুর
১০. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে কোন মুসলিম নেতার অবদান উল্লেখযোগ্য ?
     ক. স্যার সৈয়দ আহমদ খান
     খ. এ কে ফজলুল হক
     গ. স্যার সলিমুল্লাহ
     ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১১. বাংলা একাডেমীর পুরাতন নাম কি ছিল ?
     ক. বর্ধমান হাউজ
     খ. সার্কিট হাউজ
     গ. আহসান মঞ্জিল
     ঘ. গভর্নর হাউজ
১২. দক্ষিন তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত ?
     ক. বলেশ্বর
     খ. হাড়িয়াভাঙ্গা
     গ. ভৈরব
     ঘ. রুপসা
১৩. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
     ক. মহেশখালী
     খ. সেন্ট মার্টিন
     গ. ছেড়াদ্বীপ
     ঘ. নিঝুম দ্বীপ
১৪. ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি ?
     ক. ২৮
     খ. ৩১
     গ. ৩৫
     ঘ. ৩০
১৫. বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার কোন সালে শুরু হয় ?
     ক. ১৯৮২
     খ. ১৯৮১
     গ. ১৯৮০
     ঘ. ১৯৭৯
১৬. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্বের নাম কী ?
     ক. বিজয় স্তম্ভ
     খ. বিজয়কেতন
     গ. স্বাধীনতা সোপান
     ঘ. রক্ত সোপান
১৭. হাজংদের অধিবাস কোথায় ?
     ক. কক্সবাজার ও রামু
     খ. ময়মনসিংহ ও নেত্রকোনা
     গ. রংপুর ও দিনাজপুর
     ঘ. সিলেট ও মণিপুর
১৮. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয় ?
     ক. কক্সবাজার
     খ. হবিগঞ্জ
     গ. সাতক্ষিরা
     ঘ. পঞ্চগড়
১৯. বাংলাদেশে সর্বাধিক বৈদিশক মুদ্রা অর্জনকারী বিষয় কি ?
     ক. রেডিমেট গার্মেন্টস
     খ. পাট
     গ. চামড়া
     ঘ. প্রবাসী শ্রমিক
২০. মুজিবনগর কোন জেলায় অবস্থিত ?
     ক. চুয়াডাঙ্গা
     খ. যশোর
     গ. মেহেরপুর
     ঘ. কুষ্টিয়া
২১. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা ?
     ক. এ,ডি,বি
     খ. জাইকা
     গ. আই,এম,এফ
     ঘ. বিশ্বব্যাংক
২২. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত করা হয় কোন সালে ?
     ক. ১৯৯৫ সালে
     খ. ১৯৯৬ সালে
     গ. ১৯৯৮ সালে
     ঘ. ২০০১ সালে
২৩. বাংলাদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কোস সালে ?
     ক. ১৯৭২
     খ. ১৯৭৩
     গ. ১৯৭৫
     ঘ. ১৯৯৭
২৪. বাংলাদেশে বৃহত্তম সেচ প্রকল্প কোনটি ?
     ক. তিস্তা সেচ প্রকল্প
     খ. কাপ্তাই সেচ প্রকল্প
     গ. ফেনী সেচ প্রকল্প
     ঘ. গঙ্গা-কপোতাক্ষ প্রকল্প
২৫. বাংলাদেশে সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয় ?
     ক. ৩ ফ্রেব্রুয়ারি ১৯৯০
     খ. ৪ জানুয়ারি ১৯৯১
     গ. ৪ জানুয়ারি ১৯৯০
     ঘ. ৩ মার্চ ১৯৯০