Home
About Us
Contact
News & Updates
Model Test 03
০১. বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর নিম্নের কোনটি ?
ক. ভোমরা
খ. বাংলা বান্ধা
গ. বেনাপোল
ঘ. সোনা মসজিদ
০২. সবুজ ছাতা কিসের প্রতীক ?
ক. মা ও শিশু স্বাস্থ্য সুবিধার
খ. স্বাক্ষরতা আন্দোলন
গ. উপ-আনুষ্ঠানিক শিক্ষার
ঘ. বর্ষাকালের প্রতীক
০৩. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রন করে ?
ক. অর্থমন্ত্রনালয়
খ. সিকিউরিটিজ এক্সচেঞ্জ
গ. বাংলাদেশ ব্যাংক
ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
০৪. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে ?
ক. ১৭৫৭
খ. ১৮৫৭
গ. ১৭৭০
ঘ. ১৭৯৩
০৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন ?
ক. ১৭ মার্চ ১৯২০
খ. ১ মার্চ ১৯১৯
গ. ১৪ আগস্ট ১৯৪৭
ঘ. ২১ জুন ১৯৪১
০৬. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন ?
ক. জেঃ আতাউল গনি উসমানি
খ. মেঃ জেঃ জিয়াউর রহমান
গ. মেঃ জেঃ সফিউল্লা
ঘ. লেঃ জেঃ এইচ. এম. এরশাদ
০৭. মুজিবনগর সরকারের ডাকটিকেটের ডিজাইনার কে ছিলেন ?
ক. হাশেম খান
খ. বিমান মল্লিক
গ. আবদুর রাজ্জাক
ঘ. মইনুল হোসেন
০৮. ৬ দফা দাবি কোথায় উত্থাপিত হয় ?
ক. ঢাকা
খ. দিল্লি
গ. চট্টগ্রাম
ঘ. লাহোর
০৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে ?
ক. ২টি
খ. ৪টি
গ. ৫টি
ঘ. ৬টি
১০. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ?
ক. ১৫২৬ খৃঃ
খ. ১৩১০ খৃঃ
গ. ১৬১০ খৃঃ
ঘ. ১২০৬ খৃঃ
১১. রাজারবাগ পুলিশ লাইনে 'দুর্জয়' ভাস্কর্যটির শিল্পী কে ?
ক. হামিদুর রহমান
খ. শামীম শিকদার
গ. মৃণাল হক
ঘ. নভেরা আহমেদ
১২. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত ?
ক. চট্টগ্রাম
খ. রাজশাহী
গ. খুলনা
ঘ. ঢাকা
১৩. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি ?
ক. সেন্টমার্টিন
খ. লালপুর
গ. হিলি
ঘ. লালমোহন
১৪. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ কততম স্থানে ?
ক. ৫ম
খ. ৯ম
গ. ১০ম
ঘ. ৭ম
১৫. বাংলাদেশে OIC-র সদস্য হয় কোন সনে ?
ক. ১৯৭৩
খ. ১৯৭৪
গ. ১৯৭৫
ঘ. ১৯৭৬
১৬. বাংলা কার্টুন সিরিজ 'মীনা' কোন শিল্পীর সৃষ্টি ?
ক. হাসেম খান
খ. রফিকুন্নবী
গ. তানভীর কবির
ঘ. মুস্তফা মনোয়ার
১৭. বাংলাদেশের প্রথম মহিলা ক্যাডেট কলেজটি অবস্থিত-
ক. ঢাকায়
খ. ময়মনসিংহে
গ. ফরিদপুরে
ঘ. চট্টগ্রাম
১৮. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৬৬ সালে
খ. ১৯৬৪ সালে
গ. ১৯৫৩ সালে
ঘ. ১৯৬৮ সালে
১৯. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন ?
ক. শায়েস্তা খান
খ. আওরঙ্গজেব
গ. শাহজাদা সুজা
ঘ. মির্জা আযম খান
২০. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. এ্যালেন গিন্সবার্গ
গ. সৈয়দ আলী আহসান
ঘ. কাজী নজরুল ইসলাম
২১. কোন জেলায় চা বাগান বেশী ?
ক. সিলেট
খ. হবিগঞ্জ
গ. বান্দরবন
ঘ. মৌলভীবাজার
২২. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় ?
ক. ভোলা
খ. নোয়াখালী
গ. কক্সবাজার
ঘ. চট্টগ্রাম
২৩. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত ?
ক. ময়নামতি
খ. সোনারগাঁ
গ. ঢাকা
ঘ. পাহাড়পুর
২৪. বখতিয়ার খিলজি বাংলা জয় করেন কোন সালে ?
ক. ১২০৪
খ. ১২১২
গ. ১২০০
ঘ. ১২১১
২৫. স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য 'বীর প্রতীক' উপাধি লাভ করেন কতজন ?
ক. ১৭৫ জন
খ. ৪২৬ জন
গ. ৭ জন
ঘ. ৬৮ জন
Finish The Exam