Home
About Us
Contact
News & Updates
Model Test 26
০১. শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-
ক. জুলিও কুরি পদক
খ. ফ্রিডম পদক
গ. ম্যাগসেসে পদক
ঘ. জওহরলাল নেহেরু পদক
০২. বাংলাদেশ ব্যাংকের সম্মুখস্থ শাপলা চত্বরের স্থপতি কে ?
ক. আজিজুল জলিল পাশা
খ. আবুল হোসেন
গ. মৃণাল হক
ঘ. মইনুল হোসেন
০৩. ভাষা শহীদদের স্বরণে নির্মিত ভাস্কর্য কোনটি ?
ক. অপরাজেয় বাংলা
খ. মোদের গরব
গ. দুরন্ত
ঘ. অঙ্গীকার
০৪. মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ 'রক্তসোপান' কোথায় অবস্থিত ?
ক. রাজেন্দ্রপুর সেনানিবাসে
খ. ঢাকা সেনানিবাসে
গ. সারদা পুলিশ একাডেমিতে
ঘ. সৈয়দপুর সেনানিবাসে
০৫. 'অপরাজেয় বাংলার' স্থপতি কে ?
ক. সৈয়দ আবদুল্লাহ খালেদ
খ. শামীম সিকদার
গ. লুই কান
ঘ. নিতুন কুণ্ডু
০৬. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ ভাস্কর্য 'বীর'-এর মূল ডিজাইনার কে ?
ক. মৃণাল হক
খ. হামিদুজ্জামান খান
গ. হাজ্জাজ কায়সার
ঘ. সাবির সারওয়ার উপল
০৭. 'অগ্নিঝরা একাত্তর' ভাস্কর্য কোথায় অবস্থিত ?
ক. বরগুনা
খ. রাজশাহী
গ. বরিশাল
ঘ. ঢাকা
০৮. বীরশ্রেষ্ঠদের স্মরণে নির্মিত 'বীরশ্রেষ্ঠ ফোয়ারা' বাংলাদেশের কোথায় অবস্থিত ?
ক. রংপুর
খ. রাজশাহী
গ. ঢাকা
ঘ. চাঁপাই নবাবগঞ্জ
০৯. ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে তৈরি করেছিলেন ?
ক. মির্জা আহমেদ খান
খ. মির্জা গোলাম পীর
গ. শায়েস্তা খান
ঘ. নওয়াব সলিমুল্লাহ
১০. বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারী বাসভবনের নাম কি ?
ক. গণভবন
খ. রাষ্ট্র ভবন
গ. বঙ্গভবন
ঘ. রাষ্ট্রপতি ভবন
১১. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে ?
ক. ৩ টি
খ. ৫ টি
গ. ৬ টি
ঘ. ৯ টি
১২. বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ?
ক. খুলনা
খ. সিলেট
গ. বরিশাল
ঘ. রাজশাহী
১৩. বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. প্রধান বিচারপতি
ঘ. চীপ হুইফ
১৪. বাংলাদেশের 'সোর্ড অব অনার' পুরস্কারপ্রাপ্ত প্রথম নারী কে ?
ক. রাজীয়া সুলতানা
খ. তারামন বিবি
গ. রহিমা বেগম
ঘ. মারজিয়া ইসলাম
১৫. মন্ত্রীপরিষদ প্রধান কে ?
ক. রাষ্ট্রপতি
খ. প্রধানমন্ত্রী
গ. মন্ত্রীপরিষদ সচিব
ঘ. মুখ্য সচিব
১৬. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা সারাদেশে সম্প্রসারিত হয় কোন সালে ?
ক. ১৯৯৯ সালে
খ. ১৯৯৫ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ১৯৯৩ সালে
১৭. বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু করা হয় ?
ক. ১ জানুয়ারি, ১৯৯৩
খ. ১ জানুয়ারি, ১৯৯২
গ. ১ জানুয়ারি, ১৯৯৫
ঘ. ১ জানুয়ারি, ১৯৯০
১৮. প্রাথমিক সহকারী শিক্ষকের নিয়োগকর্তা কে ?
ক. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
খ. থানা শিক্ষা কর্মকর্তা
গ. জেলা শিক্ষা কর্মকর্তা
ঘ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
১৯. বাংলাদেশের প্রথম জাতীয় শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিলেন কে ?
ক. কুদরত-ই-খুদা
খ. ড. এম ও গণি
গ. প্রফেসর ইউনুস আলী
ঘ. প্রফেসর এম এইচ খন্দকার
২০. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯২৩ সালে
খ. ১৯২২ সালে
গ. ১৯২১ সালে
ঘ. ১৯২৬ সালে
২১. রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় কত সালে ?
ক. ১৯২১ সালে
খ. ১৯৫৬ সালে
গ. ১৯৫৯ সালে
ঘ. ১৯৫৩ সালে
২২. চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ?
ক. অধ্যাপক ডা. মাসুম হাবিব
খ. অধ্যাপক ডা. আনোয়ার হোসেন
গ. অধ্যাপক ডা. ইসমাইল খান
ঘ. অধ্যাপক ডা. কামরুল হাসান খান
২৩. বাংলাদেশের জাতীয় কবি কে ?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. ফররুখ আহমদ
২৪. দুই টাকার নোটে স্বাক্ষর থাকে ?
ক. অর্থ সচিবের
খ. গর্ভনরের
গ. প্রধানমন্ত্রীর
ঘ. রাষ্ট্রপতির
২৫. স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি ?
ক. লাল সবুজ
খ. জয়যাত্রা
গ. ওরা ১১ জন
ঘ. মুক্তির গান
Finish The Exam