Model Test 23
০১. ঐতিহাসিক 'কাগমারী সম্মেলনে' নেতৃত্বদানকারী নেতার নাম কি ?
     ক. স্যার সলিমুল্লাহ
     খ. শহীদ তিতুমীর
     গ. মাওলানা ভাসানী
     ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
০২. গৌর গোবিন্দ কোন অঞ্চলের রাজা ছিল ?
     ক. সিলেট
     খ. চট্টগ্রাম
     গ. গৌড়
     ঘ. পান্ডুয়া
০৩. ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন ?
     ক. সম্রাট আকবর
     খ. ইসলাম খান
     গ. শায়েস্তা খান
     ঘ. সম্রাট বাবর
০৪. বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রর্বতন করেন ?
     ক. লর্ড বেন্টিংক
     খ. লর্ড ক্লাইভ
     গ. লর্ড ওয়াভেল
     ঘ. লর্ড কর্ণওয়ালিস
০৫. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানী প্রদান করেন কে ?
     ক. দ্বিতীয় শাহ্‌ আলম
     খ. শাহ্‌ সুজা
     গ. মীর জাফর
     ঘ. খালেদ বিন ওয়ালিদ
০৬. পানি পথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?
     ক. যমুনা
     খ. মেঘনা
     গ. সিন্ধু
     ঘ. নাফ
০৭. তিতুমীরের দুর্গের মূল উপাদান কি ছিল ?
     ক. ইট
     খ. বাঁশ
     গ. কাঠ
     ঘ. লোহা
০৮. ফকির আন্দোলনের নেতা কে ?
     ক. সিরাজ শাহ্‌
     খ. শায়েস্তা খান
     গ. মাওলানা ভাসানী
     ঘ. মজনু শাহ্‌
০৯. 'ষাট গম্বুজ' মসজিদটি নির্মাণ করেন কে ?
     ক. সুবেদার ইসলাম খান
     খ. পীর খানজাহান আলী
     গ. সিরাজ শাহ্‌
     ঘ. শায়েস্তা খান
১০. ছয় দফার প্রথম দফা কি ?
     ক. ধর্ম নিরপেক্ষতা
     খ. স্বাতন্ত্র্য মুদ্রা
     গ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
     ঘ. রাষ্ট্রভাষা হিসেবে বাংলা
১১. দুদু মিয়া কোন আন্দোলনের সাথে জড়িত ?
     ক. ওয়াহাবী
     খ. ফকির
     গ. ফরায়েজী
     ঘ. স্বদেশী
১২. 'দীন-ই-এলাহি' প্রবর্তন করেন কে ?
     ক. সম্রাট জাহাঙ্গীর
     খ. সম্রাট আকবর
     গ. সম্রাট আওরঙ্গজেব
     ঘ. সম্রাট শাহজাহান
১৩. কোন জাতির আক্রমণে গুপ্ত সাম্রাজ্য ভেঙে পড়ে ?
     ক. হুন জাতি
     খ. আর্য জাতি
     গ. আরাকান জাতি
     ঘ. মঙ্গোলীয় জাতি
১৪. ইবনে বতুতা কোন দেশের পর্যটক ?
     ক. ইরান
     খ. চীন
     গ. ইরাক
     ঘ. মরক্কো
১৫. শ্রী চৈতন্যের আবির্ভাব ঘটেছিল যে সুলতানের শাসনামলে ?
     ক. নাসিরউদ্দিন মাহমুদ শাহ্‌
     খ. আলাউদ্দিন হুসেন শাহ্‌
     গ. খালেদ শাহ্‌
     ঘ. পরান শাহ্‌
১৬. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম 'বাঙ্গালা' শব্দ ব্যবহার করেন ?
     ক. কালিদাস
     খ. ইনাম খলজি
     গ. বখতিয়ার খলজি
     ঘ. ইবনে বতুতা
১৭. রামসাগর দীঘি কোন জেলায় অবস্থিত ?
     ক. চট্টগ্রাম
     খ. দিনাজপুর
     গ. নবাবগঞ্জ
     ঘ. রংপুর
১৮. দ্বিতীয় বাহাদুর শাহ্‌কে কোথায় নির্বাসিত করা হয় ?
     ক. রেঙ্গুনে
     খ. গোয়ায়
     গ. থাইল্যান্ডে
     ঘ. স্পেনে
১৯. ১৯৪৭ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন কে ?
     ক. খাজা নাজিম উদ্দীন
     খ. আবু হোসেন সরকার
     গ. ইমাম উদ্দীন
     ঘ. আবুল কাশেম
২০. বাংলাদেশের বার ভূঁইয়ার অভ্যূত্থান ঘটে কখন ?
     ক. বাবরের সময়
     খ. জাহাঙ্গীরের সময়
     গ. আকবরের সময়
     ঘ. শাহজাহানের সময়
২১. মেগাস্থিনিস কার রাজসভার গ্রীক দূত ছিলেন ?
     ক. অশোক
     খ. ধর্মপাল
     গ. সমুদ্রগুপ্ত
     ঘ. চন্দ্রগুপ্ত মৌর্য
২২. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কে ছিলেন ?
     ক. শেখ মুজিবুর রহমান
     খ. আলাউদ্দিন হুসেন শাহ্‌
     গ. শামসুল হক
     ঘ. মাওলান আব্দুল হামিদ খান ভাসানী
২৩. বাংলাদেশের গৃহিত এস্টেট একুইজিশন এন্ড টেনান্সী এ্যাক্ট কোন সনে পাস হয় ?
     ক. ১৯৫২
     খ. ১৯৫০
     গ. ১৯৬০
     ঘ. ১৯৫৫
২৪. মাষ্টারদা সূর্যসেনের ফাঁসি কার্যকর হয়েছিল কোথায় ?
     ক. চট্টগ্রামে
     খ. মেদিনীপুরে
     গ. সিলেটে
     ঘ. বরিশালে
২৫. প্রাচীন বাংলায় জনপদগুলোকে গৌড় নামে একত্রিত করেন কে ?
     ক. চন্দ্রগুপ্ত মৌর্য
     খ. রাজা শশাঙ্ক
     গ. রাজা কনিস্ক
     ঘ. সম্রাট অশোক