Model Test 22
০১. বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু কোথায় অবস্থিত ?
     ক. যশোর
     খ. দিনাজপুর
     গ. কক্সবাজার
     ঘ. চাঁপাই নবাবগঞ্জ
০২. কবে বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে ?
     ক. ১ জুলাই ২০১৫
     খ. ১ জুলাই ২০১৪
     গ. ২ জুলাই ২০১৫
     ঘ. ৫ জুলাই ২০১৫
০৩. সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত ?
     ক. আসাম
     খ. মেঘালয়
     গ. মনিপুর
     ঘ. নাগাল্যান্ড
০৪. কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে ?
     ক. চট্টগ্রাম
     খ. কক্সবাজার
     গ. পটুয়াখালী
     ঘ. রাঙ্গামাটি
০৫. বাংলাদেশের মোট আয়তন কত ?
     ক. ১,৪৭,৫৭০ বর্গ কি.মি.
     খ. ১,৫৭,৫৭০ বর্গ কি.মি.
     গ. ১,৪৭,৫৯০ বর্গ কি.মি.
     ঘ. ১,৪৬,৫৭০ বর্গ কি.মি.
০৬. ভারতের কোন প্রদেশটি বাংলাদেশ সীমান্তে অবস্থিত নয় ?
     ক. মনিপুর
     খ. আসাম
     গ. মেঘালয়
     ঘ. মিজোরাম
০৭. বাংলাদেশে বসবাসকারী উপজাতীয়দের বড় অংশ-
     ক. সেমাটিড
     খ. মঙ্গোলয়েড
     গ. ককেশীয়
     ঘ. অস্ট্রালয়েড
০৮. তেভাগা আন্দোলনের নেত্রী-
     ক. সুমত্রা দেবী
     খ. মহাশ্বেতা দেবী
     গ. তারামন বিবি
     ঘ. ইলা মিত্র
০৯. ইবনে বতুতা কার শাসনামলে বাংলায় আসেন ?
     ক. শামসউদ্দিন ফিরোজ শাহ্‌
     খ. ফখরুদ্দিন মোবারক শাহ্‌
     গ. হাজী ইলিয়াস শাহ্‌
     ঘ. হোসাইন শাহ্‌
১০. কোন বংশ প্রায় চারশত বছরের মত বাংলা শাসন করেছে ?
     ক. মৌর্য বংশ
     খ. গুপ্ত বংশ
     গ. পাল বংশ
     ঘ. সেন বংশ
১১. 'সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ' গণঅভ্যুত্থানে কত দফা কর্মসূচি ঘোষণা করে ?
     ক. ছয় দফা
     খ. একুশ দফা
     গ. এগার দফা
     ঘ. সাত দফা
১২. ১৯৫৪ সালের নির্বাচনে কোন দল জয়লাভ করে ?
     ক. ন্যাপ
     খ. যুক্তফ্রন্ট
     গ. কংগ্রেস
     ঘ. মুসলিম লীগ
১৩. বাংলার নবাবী শাসন কোন সুবাদারের সময় থেকে শুরু হয় ?
     ক. মুশির্দকুলী খাঁ
     খ. ইসলাম খান
     গ. শায়েস্তা খাঁ
     ঘ. আলীবর্দি খাঁ
১৪. ঢাকা কখন সর্ব প্রথম বাংলার রাজধানী হয়েছিল ?
     ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে
     খ. ১৯০৬ খ্রিষ্টাব্দে
     গ. ১৮০৫ খ্রিষ্টাব্দে
     ঘ. ১৬১০ খ্রিষ্টাব্দে
১৫. কে কৃষক-শ্রমিক পার্টির নেতা ছিলেন ?
     ক. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
     খ. এ. কে ফজলুল হক
     গ. মোহাম্মদ আলী জিন্নাহ
     ঘ. মওলানা ভাসানী
১৬. বাংলাদেশের ইতিহাসে যে ঘটনাটি আগে ঘটেছিল -
     ক. যুক্তফ্রন্ট গঠন
     খ. ভাষা আন্দোলন
     গ. আগরতলা ষড়যন্ত্র মামলা
     ঘ. আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা
১৭. বাংলার ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন ?
     ক. শাহ ওয়ালীউল্লাহ
     খ. হাজী শরীয়তুল্লাহ
     গ. পীর মহসীন
     ঘ. তিতুমীর
১৮. অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সঙ্গে জড়িত স্মরণীয় নায়ক কে ?
     ক. মাওলানা মোহাম্মদ আলী
     খ. মোহাম্মদ আলী জিন্নাহ
     গ. হাজী শরীয়তুল্লাহ
     ঘ. তিতুমীর
১৯. খিলাফত আন্দোলনের অন্যতম নেতা কে ?
     ক. মওলানা মহাম্মদ আলী
     খ. মোহাম্মদ আলী জিন্নাহ
     গ. খাজা নাজিমউদ্দিন
     ঘ. এ. কে ফজলুল হক
২০. আগরতলা ষড়যন্ত্র মামলা কোথায় দায়ের হয় ?
     ক. আগরতলা
     খ. লাহোর
     গ. ঢাকা
     ঘ. কলকাতা
২১. কবুলিয়ত ও পাট্টা প্রথার প্রবর্তক কে ?
     ক. তিতুমীর
     খ. আকবর
     গ. বাবর
     ঘ. শের শাহ্‌
২২. বাংলায় মোঘল প্রদেশের রাজধানী স্থাপন করেন কে ?
     ক. মীর জুমলা
     খ. শায়েস্তা খাঁ
     গ. ইসলাম খান
     ঘ. শাহ্‌ সুজা
২৩. তিতুমীরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল ?
     ক. বারাসাত
     খ. নারিকেলবেড়িয়া
     গ. হায়দারপুর
     ঘ. চাঁদপুর
২৪. কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন ?
     ক. কলিঙ্গের যুদ্ধ
     খ. হিদাস্পিসের যুদ্ধ
     গ. মেবারের যুদ্ধ
     ঘ. পানিপথের যুদ্ধ
২৫. কোন নেতা জমিদারি প্রথা রদে প্রধান ভূমিকা পালন করেন ?
     ক. আতাউর রহমান খান
     খ. এ. কে. ফজলুল হক
     গ. মওলানা আবদুল হামিদ খান ভাসানী
     ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী