Home
About Us
Contact
News & Updates
Model Test 21
০১. 'বাওয়ালি' কারা ?
ক. সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
খ. ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
গ. বাউল সম্প্রদায়
ঘ. কোনটিই নয়
০২. কোন জনগোষ্ঠীর মূল আবাস পার্বত্য চট্টগ্রামে নয় ?
ক. খাসিয়া
খ. খুমি
গ. বম
ঘ. চাক
০৩. বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্মবিশ্বাসের অনুসারী ?
ক. বুদ্ধ
খ. সনাতন
গ. খ্রিস্টান
ঘ. মুসলমান
০৪. বাংলাদেশে বাস নেই এমন উপজাতির নাম কোনটি ?
ক. মাওরি
খ. সাঁওতাল
গ. মুরং
ঘ. গারো
০৫. 'গারো উপজাতি' কোন জেলায় বাস করে ?
ক. ময়মনসিংহ
খ. টাঙ্গাইল
গ. সিলেট
ঘ. পার্বত্য চট্টগ্রাম
০৬. রাখাইনদের বড় ধর্মীয় উৎসব কোনটি ?
ক. মাঘীপূর্ণিমা
খ. বৈশাবী
গ. বুদ্ধপূর্ণিমা
ঘ. সাংগ্রাই
০৭. বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয় কোথায় ?
ক. নেত্রকোনায়
খ. রাঙ্গামাটি
গ. যশোর
ঘ. রংপুর
০৮. কোনটি সাঁওতালদের প্রধান বাসস্থান নয় ?
ক. রাজশাহী
খ. দিনাজপুর
গ. বগুড়া
ঘ. ময়মনসিংহ
০৯. টিপরা উপজাতীয়রা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে ?
ক. সিলেট
খ. খাগড়াছড়ি
গ. কুমিল্লা
ঘ. ময়মনসিংহ
১০. বাংলাদেশে সাঁওতালরা প্রধানত বাস করে-
ক. রাঙ্গামাটি ও বান্দরবানে
খ. সিলেট ও চট্টগ্রামে
গ. রাজশাহী ও দিনাজপুরে
ঘ. ময়মনসিংহ ও টাঙ্গাইলে
১১. খাসিয়া গ্রাম গুলো কি নামে পরিচিত ?
ক. পুঞ্জি
খ. পাড়া
গ. বারাং
ঘ. মৌজা
১২. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক কোথায় ?
ক. খাগড়াছড়ি জেলায়
খ. রাঙামাটি জেলায়
গ. বান্দরবন জেলায়
ঘ. সিলেট জেলায়
১৩. বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোনটি ?
ক. সাঁওতাল
খ. গারো
গ. হাজং
ঘ. মগ
১৪. 'রাজবংশী' উপজাতিরা কোথায় বাস করে ?
ক. মধুপুর
খ. জয়পুরহাট
গ. শেরপুর
ঘ. রংপুর
১৫. চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মাবলম্বী ?
ক. হিন্দু
খ. বৌদ্ধ ধর্ম
গ. খ্রিস্টান
ঘ. ইসলাম
১৬. 'রাখাইন' উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে ?
ক. রংপুর
খ. বান্দরবান
গ. রাঙ্গামাটি
ঘ. পটুয়াখালী
১৭. কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে ?
ক. চাকমা
খ. হাজং
গ. ত্রিপুরা
ঘ. মারমা
১৮. 'বিজু' কাদের বর্ষবরণ অনুষ্ঠান ?
ক. চাকমা
খ. মারমা
গ. গারো
ঘ. সাঁওতাল
১৯. মগরা বাংলাদেশের কোথায় বাস করে ?
ক. বান্দরবান
খ. খাগড়াছড়ি
গ. রাঙ্গামাটি
ঘ. ময়মনসিংহ
২০. বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি ?
ক. মরং
খ. মারমা
গ. চাকমা
ঘ. গারো
২১. বাংলাদেশে বসবাস করে না-
ক. রাখাইন
খ. মণিপুরি
গ. খাসিয়া
ঘ. নাগা
২২. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক ?
ক. খাসিয়া
খ. সাঁওতাল
গ. মারমা
ঘ. গারো
২৩. 'ওয়ানগালা' উৎসব কাদের ?
ক. মারমাদের
খ. গারোদের
গ. কুকিদের
ঘ. চাকমাদের
২৪. খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত ?
ক. বোমাং রাজা
খ. মগ রাজা
গ. চাকমা রাজা
ঘ. মারমা রাজা
২৫. মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে দেখা যায় ?
ক. মণিপুরী
খ. সাঁওতাল
গ. গারো
ঘ. মগ
Finish The Exam