Home
About Us
Contact
News & Updates
Model Test 02
০১. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে ?
ক. হুমায়ুন রশীদ চৌধুরী
খ. বি.এ. সিদ্দিকী
গ. খাজা ওয়াসিউদ্দিন
ঘ. শমসের মবিন চৌধুরী
০২. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ?
ক. ঈশ্বরদী
খ. দিনাজপুর
গ. গোপালপুর
ঘ. পাকশী
০৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় ?
ক. চাঁদপুর
খ. ফরিদপুর
গ. চট্টগ্রাম
ঘ. নারায়নগঞ্জ
০৪. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্থের অনুপাত কোনটি ?
ক. ১০ : ৬
খ. ৮ : ৫
গ. ১১ : ৮
ঘ. ১১ : ৭
০৫. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি ?
ক. নাফ
খ. গোমতী
গ. জিঞ্জিরাম
ঘ. কর্ণফুলী
০৬. 'আলোকিত মানুষ চাই'- এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান ?
ক. জাতীয় গ্রন্থ কেন্দ্র
খ. সুশাসনের জন্য নাগরিক
গ. বিশ্ব সাহিত্য কেন্দ্র
ঘ. পাবলিক লাইব্রেরি
০৭. বাংলাদেশের সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় ?
ক. ১৩৭
খ. ১৩৮
গ. ১৪৭
ঘ. ১৫০
০৮. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা পায় ?
ক. ১৯৯৮
খ. ১৯৯৯
গ. ২০০১
ঘ. ২০০০
০৯. সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম ?
ক. কক্সবাজার
খ. পটুয়াখালী
গ. খুলনা
ঘ. টেকনাফ
১০. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগন বাংলাদেশি বলে পরিচিত হবেন ?
ক. ৭
খ. ৮
গ. ৬(২)
ঘ. ৬(১)
১১. বাংলার নবর্বষ পহেলা বৈশাখ চালু করেছিলেন ?
ক. সম্রাট আকবর
খ. সম্রাট বাবর
গ. ইলিয়াস শাহ
ঘ. ফখরুদ্দিন মোহাম্মদ শাহ
১২. 'আমার সোনার বাংলা' গানটি সুরকার-
ক. দেবাশীষ রায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ইমতিয়াজ বুলবুল
ঘ. কাজী নজরুল ইসলাম
১৩. অস্কার পুরস্কারের জন্য মনোনীত প্রথম বাংলাদেশী চলচ্চিত্রের নাম-
ক. মাটির ময়না
খ. শ্যামল ছায়া
গ. বোট এন্ড লাইফ
ঘ. চিত্রা নদীর পাড়ে
১৪. বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারী বা অভিভাবক কে ?
ক. প্রধানমন্ত্রী
খ. স্পীকার
গ. আইন পরিষদ
ঘ. সুপ্রিমকোর্ট
১৫. আয়তনে বাংলাদেশের বৃহত্তম থানা-
ক. বেগমগঞ্জ
খ. শ্যামনগর
গ. বাগাইছড়ি
ঘ. জকিগঞ্জ
১৬. বাংলাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সাধারণত কোথায় হয়ে থাকে ?
ক. জাতীয় ঈদ গাহ ঢাকা
খ. শাহ মখদুল মসজিদ রাজশাহী
গ. বায়তুল মোকাররম ঢাকা
ঘ. শোলাকিয়া কিশোরগঞ্জ
১৭. সোনালী ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় ?
ক. ১৯৭৫ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭১ সালে
ঘ. ১৯৭৩ সালে
১৮. মনপুরা ৭০ কী ?
ক. একটি চিত্রশিল্প
খ. একটি উপজেলা
গ. একটি নদী বন্দর
ঘ. একটি উপন্যাস
১৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে ?
ক. হামিদুর রহমান
খ. তানভীর কবীর
গ. হামিদুজ্জামান
ঘ. অস্কার বাদল
২০. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল ?
ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন
খ. পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
গ. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ
২১. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত ?
ক. চট্টগ্রাম
খ. রাঙ্গামাটি
গ. জামালপুর
ঘ. চাপাইনবাবগঞ্জ
২২. 'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম ?
ক. উন্নত জাতের ধানের নাম
খ. উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
গ. উন্নত জাতের গমের নাম
ঘ. দু'টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
২৩. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত ?
ক. রেসকোর্স ময়দানে
খ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ. টিএসসি মোড়ে
২৪. ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে ?
ক. ১৬.৫ কি. মি.
খ. ১৫.৫ কি. মি.
গ. ১৭.৫ কি. মি.
ঘ. ১৮.৫ কি. মি.
২৫. মুক্তিযুদ্ধে অবদানের জন্য কত জনকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়েছে ?
ক. ৬৭
খ. ৭০
গ. ৬৮
ঘ. ৭২
Finish The Exam