Model Test 18
০১. ময়ূর সিংহাসনের নির্মাতা কে ছিলেন ?
     ক. আকবর
     খ. হুমায়ূন
     গ. শাহজাহান
     ঘ. আওরঙ্গজেব
০২. ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন-
     ক. সুবেদার ইসলাম খান
     খ. শাহজাদা আজম খাঁ
     গ. নবাব শায়েস্তা খাঁ
     ঘ. যুবরাজ
০৩. জমিদারি প্রথা বিলুপ্ত হয় কবে ?
     ক. ১৯৪৭ সালে
     খ. ১৯৫০ সালে
     গ. ১৯৫২ সালে
     ঘ. ১৯৫৬ সালে
০৪. বাংলার দক্ষিণ অঞ্চলের মানুষকে পর্তুগিজ ও মগ জলদস্যুদের অত্যাচার থেকে কে রক্ষা করেন ?
     ক. মুর্শিদকুলী খাঁ
     খ. ইসলাম খাঁ
     গ. ঈসা খাঁ
     ঘ. শায়েস্তা খাঁ
০৫. কোন মুসলিম সেনাপতি সিন্ধু জয় করেন ?
     ক. মোহাম্মদ বিন কাসিম
     খ. মুসা বিন নুসাইর
     গ. মোহাম্মদ বিন জিয়াদ
     ঘ. খালেদ বিন ওয়ালিদ
০৬. আরবদের আক্রমনের সময় সিন্ধু দেশের রাজা ছিলেন -
     ক. দাহির
     খ. জয়পাল
     গ. মানসিংহ
     ঘ. সোমনাথ
০৭. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সুচনা করে কে ?
     ক. তুঘলীর খান
     খ. বখতিয়ার খলজী
     গ. খালেদ বিন ওয়ালিদ
     ঘ. আলী মর্দান খলজী
০৮. বখতিয়ার খলজী কত খ্রিস্টাব্দে বাংলা জয় করেন ?
     ক. ১২০৬ খ্রিস্টাব্দে
     খ. ১২০৯ খ্রিস্টাব্দে
     গ. ১২০২ খ্রিস্টাব্দে
     ঘ. ১২০৪ খ্রিস্টাব্দে
০৯. বাংলার প্রথম মুসলমান সুলতান কে ছিলেন ?
     ক. হোসেন শাহ
     খ. বখতিয়ার খলজী
     গ. সরফরাজ খান
     ঘ. সিরাজউদ্দৌলা
১০. বখতিয়ার খলজী বাংলার কোন রাজাকে পরাজিত করে বাংলা দখল করেন ?
     ক. হেমন্ত সেন
     খ. বল্লাম সেন
     গ. লক্ষন সেন
     ঘ. বিজয় সেন
১১. গৌড়ের 'ছোট সোনা মসজিদ' কে নির্মাণ করেন ?
     ক. ইলিয়াস শাহ
     খ. গিয়াসুদ্দিন আজম শাহ
     গ. আলাউদ্দিন হোসেন শাহ
     ঘ. বাহাদুর শাহ
১২. পানিপথের প্রথম যুদ্ধে ইবরাহিম লোদির বিরুদ্ধে বাবরের জয়ের মাধ্যমে কোন সাম্রাজ্যের সূচনা হয় ?
     ক. মারাঠারা
     খ. মুঘল
     গ. পাল
     ঘ. কোনটিই নয়
১৩. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
     ক. জহিরউদ্দীন মুহাম্মদ বাবর
     খ. গিয়াসুদ্দিন আজম শাহ
     গ. শায়েস্তা খান
     ঘ. সম্রাট আকবর
১৪. লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরী করেন ?
     ক. সম্রাট আকবর
     খ. বাহাদুর শাহ
     গ. ইলিয়াস শাহ
     ঘ. শায়েস্তা খান
১৫. পরিবিবি কে ছিলেন ?
     ক. জহিরউদ্দীন মুহাম্মদ বাবরের কন্যা
     খ. নবাব শায়েস্তার খানের কন্যা
     গ. বাহাদুর শাহর কন্যা
     ঘ. শাহজাহানেরকন্যা
১৬. সম্রাট আকবর বাংলা জয় করেন কবে ?
     ক. ১৫৭৫ সালে
     খ. ১৫৭৯ সালে
     গ. ১৫৬৬ সালে
     ঘ. ১৫৭৬ সালে
১৭. চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন কে ?
     ক. শাহজাহান
     খ. শায়েস্তা খান
     গ. হুমায়ুন
     ঘ. বাহাদুর শাহ
১৮. শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন ?
     ক. কনৌজের যু্‌দ্ধ
     খ. পানিপথের যুদ্ধ
     গ. মারাঠা যুদ্ধ
     ঘ. খনুয়ার যুদ্ধ
১৯. বাংলাকে কে 'জান্নাতাবাদ' বলে ঘোষনা করেন ?
     ক. সম্রাট হুমায়ুন
     খ. নবাব শায়েস্তার খান
     গ. সম্রাট আকবর
     ঘ. বাহাদুর শাহ
২০. দিল্লীর লাল কেল্লা কে নির্মান করেন ?
     ক. বাহাদুর শাহ
     খ. হুমায়ুন
     গ. শাহজাহান
     ঘ. আকবর
২১. সর্বশেষ মোগল সম্রাট কে ?
     ক. সম্রাট আকবর
     খ. সম্রাট হুমায়ুন
     গ. সম্রাট শাহজাহান
     ঘ. দ্বিতীয় বাহাদুর শাহ
২২. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে অনুষ্ঠিত হয় ?
     ক. ১৫৫৫ সালে
     খ. ১৫৫২ সালে
     গ. ১৫৫৬ সালে
     ঘ. ১৫৬৬ সালে
২৩. কোন যুদ্ধে আকবর দিল্লি জয় করেন ?
     ক. পানিপথের প্রথম যুদ্ধ
     খ. পানিপথের দ্বিতীয় যুদ্ধ
     গ. হলদিঘাটের যুদ্ধ
     ঘ. খনুয়ার যুদ্ধ
২৪. 'দাম' নামক মুদ্রা দিল্লীর কোন সুলতানের সময় প্রচলিত ছিল ?
     ক. শেরশাহ
     খ. আকবর
     গ. হুমায়ুন
     ঘ. শাহজাহান
২৫. কোন মুঘল সম্রাট 'জিজিয়া কর' রহিত করেন ?
     ক. সম্রাট শাহজাহান
     খ. সম্রাট আকবর
     গ. সম্রাট হুমায়ুন
     ঘ. দ্বিতীয় বাহাদুর শাহ