Model Test 16
০১. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির গীতিকার কে ?
     ক. পান্না কায়সার
     খ. গৌরীপ্রসন্ন মজুমদার
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. আলতাফ মাহমুদ
০২. 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির সুরকার কে ?
     ক. আলতাফ মাহমুদ
     খ. আবদুল গাফফার চৌধুরী
     গ. সমর দাস
     ঘ. নীলিমা ইব্রাহিম
০৩. 'মা গো, ভাবনা কেন' গানটির গীতিকার কে ?
     ক. সমর দাস
     খ. গৌরীপ্রসন্ন মজুমদার
     গ. গোবিন্দ হালদার
     ঘ. পান্না কায়সার
০৪. 'মা গো, ভাবনা কেন' গানটির সুরকার কে ?
     ক. গৌরীপ্রসন্ন মজুমদার
     খ. আবদুল গাফফার চৌধুরী
     গ. আলতাফ মাহমুদ
     ঘ. সমর দাস
০৫. 'সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য' গানটির গীতিকার কে ?
     ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     খ. সমর দাস
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার
০৬. 'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি' গানটির গীতিকার কে ?
     ক. মনিরুজ্জামান মনির
     খ. দ্বিজেন্দ্রলাল রায়
     গ. আলাউদ্দিন আলি
     ঘ. গোবিন্দ হালদার
০৭. 'সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি' গানটির সুরকার কে ?
     ক. মনিরুজ্জামান মনির
     খ. আলাউদ্দিন আলি
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
০৮. 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার কে ?
     ক. দ্বিজেন্দ্রলাল রায়
     খ. সমর দাস
     গ. মনিরুজ্জামান মনির
     ঘ. গোবিন্দ হালদার
০৯. 'এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা' গানটির গীতিকার কে ?
     ক. সমর দাস
     খ. গোবিন্দ হালদার
     গ. দ্বিজেন্দ্রলাল রায়
     ঘ. গৌরীপ্রসন্ন মজুমদার
১০. ইতিহাসের রক্ত পলাশ বইটি কার লেখা ?
     ক. নীলিমা ইব্রাহিম
     খ. শিরীন মজিদ
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. পান্না কায়সার
১১. আমি বীরঙ্গনা বলছি বইটি কার লেখা ?
     ক. শিরীন মজিদ
     খ. পান্না কায়সার
     গ. নীলিমা ইব্রাহিম
     ঘ. আনিসুর রহমান
১২. হৃদয়ে বাংলাদেশ বইটি কার লেখা ?
     ক. নীলিমা ইব্রাহিম
     খ. পান্না কায়সার
     গ. শিরীন মজিদ
     ঘ. আবদুল গাফফার চৌধুরী
১৩. অপহৃত বাংলাদেশ বইটি কার লেখা ?
     ক. আনিসুর রহমান
     খ. বেগম সুফিয়া কামাল
     গ. নীলিমা ইব্রাহিম
     ঘ. পান্না কায়সার
১৪. একাত্তরের ডায়েরী বইটি কার লেখা ?
     ক. নীলিমা ইব্রাহিম
     খ. মনিরুজ্জামান মনির
     গ. পান্না কায়সার
     ঘ. বেগম সুফিয়া কামাল
১৫. বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক কোনটি ?
     ক. বীর উত্তম
     খ. বীর শ্রেষ্ঠ
     গ. বীর বিক্রম
     ঘ. বীর প্রতীক
১৬. বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল ?
     ক. সিপাহী
     খ. ল্যান্স নায়েক
     গ. ইঞ্জিনরুম আর্টিফিসার
     ঘ. ক্যাপ্টেন
১৭. বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কত সালে জন্মগ্রহণ করেন ?
     ক. ১৭ মার্চ ১৯৪৯
     খ. ৭ মার্চ ১৯৪৯
     গ. ৭ মার্চ ১৯৪৮
     ঘ. ৭ জুন ১৯৪৯
১৮. বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর কোন জেলায় জন্মগ্রহণ করেন ?
     ক. বরিশাল
     খ. চট্টগ্রাম
     গ. ঝিনাইদহ
     ঘ. ভোলা
১৯. বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পিতার নাম কি ?
     ক. আব্দুল মোতালেব হাওলাদার
     খ. আক্কাস আলী মন্ডল
     গ. মোহাম্মদ মোস্তফা কামাল
     ঘ. আজহার পাটোয়ারী
২০. বীর শ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন ?
     ক. ৫ ফেব্রুয়ারি ১৯৫৩
     খ. ৬ ফেব্রুয়ারি ১৯৫৩
     গ. ২ ফেব্রুয়ারি ১৯৫৩
     ঘ. ২ ফেব্রুয়ারি ১৯৫২
২১. বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল ?
     ক. ক্যাপ্টেন
     খ. ল্যান্স নায়েক
     গ. ফ্লাইট লেফটেন্যান্ট
     ঘ. সিপাহী
২২. বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন ?
     ক. বরিশাল
     খ. ঝিনাইদহ
     গ. ভোলা
     ঘ. চট্টগ্রাম
২৩. বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের পদবী কি ছিল ?
     ক. ফ্লাইট লেফটেন্যান্ট
     খ. সিপাহী
     গ. ল্যান্স নায়েক
     ঘ. ক্যাপ্টেন
২৪. বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল কত সালে জন্মগ্রহণ করেন ?
     ক. ১৬ ডিসেম্বর ১৯৪৭
     খ. ১৫ ডিসেম্বর ১৯৪৭
     গ. ২৬ ডিসেম্বর ১৯৪৭
     ঘ. ১৬ ডিসেম্বর ১৯৪৯
২৫. বীর শ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামালের পিতার নাম কি ?
     ক. আক্কাস আলী মন্ডল
     খ. হাবিবুর রহমান
     গ. আব্দুল মোতালেব হাওলাদার
     ঘ. আজহার পাটোয়ারী