Model Test 15
০১. আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়-
     ক. ২২ ফেব্রুয়ারী ১৯৬৯
     খ. ২১ ফেব্রুয়ারী ১৯৬৯
     গ. ২২ ফেব্রুয়ারী ১৯৬৮
     ঘ. ২২ ফেব্রুয়ারী ১৯৭০
০২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করা হয়-
     ক. ১৫ ফেব্রুয়ারী, ১৯৬৯
     খ. ১৬ ফেব্রুয়ারী, ১৯৬৯
     গ. ১৭ ফেব্রুয়ারী, ১৯৬৯
     ঘ. ১৯ ফেব্রুয়ারী, ১৯৬৯
০৩. পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন-
     ক. ১০ জানুয়ারী, ১৯৬৯
     খ. ২০ জানুয়ারী, ১৯৬৯
     গ. ১৫ ফেব্রুয়ারী, ১৯৬৯
     ঘ. ১৫ জানুয়ারী, ১৯৬৯
০৪. শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন ?
     ক. আইন বিভাগের
     খ. বিজ্ঞান বিভাগের
     গ. বাংলা বিভাগের
     ঘ. ইতিহাস বিভাগের
০৫. পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন-
     ক. ২৪ জানুয়ারী, ১৯৬৯
     খ. ২৬ জানুয়ারী, ১৯৬৯
     গ. ২০ জানুয়ারী, ১৯৬৯
     ঘ. ১৫ ফেব্রুয়ারি, ১৯৬৯
০৬. শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয়-
     ক. ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারী
     খ. ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারী
     গ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী
     ঘ. ১৯৬৯ সালের ২৪ ফেব্রুয়ারী
০৭. ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল-
     ক. ১৬৭ টি
     খ. ১৬৫ টি
     গ. ১৬৬ টি
     ঘ. ১৬৯ টি
০৮. মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা ?
     ক. নর্থ বেঙ্গল রেজিমেন্ট
     খ. কাদেরিয়া বাহিনী
     গ. গণবাহিনী
     ঘ. ইস্ট বেঙ্গল রেজিমেন্ট
০৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলার নাম কী ?
     ক. রংপুর
     খ. যশোর
     গ. কুষ্টিয়া
     ঘ. বগুড়া
১০. 'এ দেশের মাটি চাই, মানুষ নয়' কার উক্তি ?
     ক. টিক্কা খান
     খ. জেনারেল ওসমানী
     গ. জেনারেল ইয়াহিয়া খান
     ঘ. ক্যাপ্টেন এ কে খন্দকার
১১. জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন ?
     ক. ১৮ এপ্রিল, ১৯৭১
     খ. ১৫ এপ্রিল, ১৯৭১
     গ. ১৬ এপ্রিল, ১৯৭১
     ঘ. ১৮ এপ্রিল, ১৯৭২
১২. কোন সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন ?
     ক. আনোয়ার পাশা
     খ. আবদুস সাত্তার
     গ. শওকত ওসমান
     ঘ. নুরুজ্জামান মানিক
১৩. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি কি বার ছিল ?
     ক. বৃহস্পতিবার
     খ. শুক্রবার
     গ. সোমবার
     ঘ. রবিবার
১৪. 'জয় বাংলা বাংলার জয়' গানটির গীতিকার কে ?
     ক. আনোয়ার পারভেজ
     খ. বেগম সুফিয়া কামাল
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. গাজী মাজহারুল আনোয়ার
১৫. 'জয় বাংলা, বাংলার জয়' গানটির সুরকার ?
     ক. গাজী মাজহারুল আনোয়ার
     খ. আনোয়ার পারভেজ
     গ. বেগম সুফিয়া কামাল
     ঘ. আবদুল গাফফার চৌধুরী
১৬. 'একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়' গানটির সুরকার কে ?
     ক. গাজী মাজহারুল আনোয়ার
     খ. বেগম সুফিয়া কামাল
     গ. আবদুল গাফফার চৌধুরী
     ঘ. আনোয়ার পারভেজ
১৭. 'একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল' গানটির গীতিকার কে ?
     ক. গোবিন্দ হালদার
     খ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     গ. আনোয়ার পারভেজ
     ঘ. আপেল মাহমুদ
১৮. 'একাত্তরের মা জননী, কোথায় তোমার মুক্তি সেনার দল' গানটির সুরকার কে ?
     ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     খ. গোবিন্দ হালদার
     গ. খান আতাউর রহমান
     ঘ. গাজী মাজহারুল আনোয়ার
১৯. 'পূর্বদিগন্তে সূর্য উঠেছে' গানটির গীতিকার কে ?
     ক. গোবিন্দ হালদার
     খ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     গ. গাজী মাজহারুল আনোয়ার
     ঘ. বেগম সুফিয়া কামাল
২০. 'পূর্বদিগন্তে সূর্য উঠেছে' গানটির সুরকার কে ?
     ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     খ. গোবিন্দ হালদার
     গ. সমর দাস
     ঘ. আবদুল গাফফার চৌধুরী
২১. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির গীতিকার কে ?
     ক. সমর দাস
     খ. গোবিন্দ হালদার
     গ. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     ঘ. দ্বিজেন্দ্রলাল রায়
২২. 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা' গানটির সুরকার কে ?
     ক. গাজী মাজহারুল আনোয়ার
     খ. গোবিন্দ হালদার
     গ. দ্বিজেন্দ্রলাল রায়
     ঘ. সমর দাস
২৩. 'সালাম সালাম হাজার সালাম' গানটির গীতিকার কে ?
     ক. আবদুল জব্বার
     খ. ফজলে খোদা
     গ. দ্বিজেন্দ্রলাল রায়
     ঘ. গোবিন্দ হালদার
২৪. 'সালাম সালাম হাজার সালাম' গানটির সুরকার কে ?
     ক. আবদুল জব্বার
     খ. ফজলে খোদা
     গ. গোবিন্দ হালদার
     ঘ. আবদুল গাফফার চৌধুরী
২৫. 'সব কটা জানালা খুলে দাও না' গানটির গীতিকার কে ?
     ক. আহমেদ ইমতিয়াজ বুলবুল
     খ. আবদুল জব্বার
     গ. নজরুল ইসলাম
     ঘ. গাজী মাজহারুল আনোয়ার