Home
About Us
Contact
News & Updates
Model Test 14
০১. মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরে ছিল ?
ক. ১ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৫ নং সেক্টর
ঘ. ৬ নং সেক্টর
০২. মুক্তিযুদ্ধের সময় মুজিব নগর কত নম্বর সেক্টরে ছিল ?
ক. ৮ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৫ নং সেক্টর
ঘ. ১ নং সেক্টর
০৩. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল ?
ক. ৫ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৮ নং সেক্টর
ঘ. ৬ নং সেক্টর
০৪. মুক্তিযুদ্ধের সময় রাজশাহী কত নম্বর সেক্টরে ছিল ?
ক. ৭ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৮ নং সেক্টর
ঘ. ৬ নং সেক্টর
০৫. মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহ কত নম্বর সেক্টরে ছিল ?
ক. ১১ নং সেক্টর
খ. ৬ নং সেক্টর
গ. ৫ নং সেক্টর
ঘ. ১ নং সেক্টর
০৬. মুক্তিযুদ্ধের সময় নৌ-বাহিনীর অধীনে ছিল কোন সেক্টর ?
ক. ৬ নং সেক্টর
খ. ১১ নং সেক্টর
গ. ১০ নং সেক্টর
ঘ. ৮ নং সেক্টর
০৭. একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতী মুক্তিযোদ্ধা কে ছিলেন ?
ক. ইউ. কে. চিং মারমা
খ. এ. কে. চিং মারমা
গ. কুং ফু মারমা
ঘ. চিং মিন মারমা
০৮. মুক্তিযুদ্ধের সময় মেজর খালেদ মোশাররফ কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ?
ক. ১০ নং সেক্টর
খ. ৮ নং সেক্টর
গ. ৬ নং সেক্টর
ঘ. ২ নং সেক্টর
০৯. মুক্তিযুদ্ধের সময় মেজর হায়দার কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ?
ক. ১০ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৬ নং সেক্টর
ঘ. ১ নং সেক্টর
১০. মুক্তিযুদ্ধের সময় মেজর শফিউল্লাহ কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ?
ক. ১ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৩ নং সেক্টর
ঘ. ৫ নং সেক্টর
১১. মুক্তিযুদ্ধের সময় মীর শওকত আলী কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ?
ক. ৫ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৯ নং সেক্টর
ঘ. ১১ নং সেক্টর
১২. মুক্তিযুদ্ধের সময় মেজর কাজী নুরুজ্জামান কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ?
ক. ১১ নং সেক্টর
খ. ৭ নং সেক্টর
গ. ২ নং সেক্টর
ঘ. ৯ নং সেক্টর
১৩. মুক্তিযুদ্ধের সময় মেজর জয়নাল আবেদীন কত নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন ?
ক. ৯ নং সেক্টর
খ. ২ নং সেক্টর
গ. ৫ নং সেক্টর
ঘ. ৬ নং সেক্টর
১৪. মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক কে ছিলেন ?
ক. জেরাল্ড ফোর্ড
খ. এডওয়ার্ড হিথ
গ. বরিস জনসন
ঘ. হেনরি কিসিঞ্জার
১৫. মুক্তিযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন কে ?
ক. স্যার আলেক ডগলাস
খ. এডওয়ার্ড হিথ
গ. বরিস জনসন
ঘ. জেরাল্ড ফোর্ড
১৬. মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর প্রধান ছিলেন কে ?
ক. গোপাল গুরুনাথ বেউর
খ. ওম প্রকাশ মালহোত্রা
গ. নির্মল চন্দ বীজ
ঘ. শ্যাম মানেকশ
১৭. মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত প্রধানমন্ত্রী ছিলেন কে ?
ক. গেওর্গি মালেনকোভ
খ. আলেক্সেই নিকোলায়েভিচ কোসিগিন
গ. ভিয়াচেস্লাভ মলোটভ
ঘ. ইউরি আন্দ্রোপভ
১৮. মুক্তিযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে ?
ক. নিকোলাই পদগর্নি
খ. আলেক্সেই নিকোলায়েভিচ কোসিগিন
গ. ভিয়াচেস্লাভ মলোটভ
ঘ. ইউরি আন্দ্রোপভ
১৯. মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন কে ?
ক. ইউ থান্ট
খ. কার্ট ওয়াল্ডহেইম
গ. কফি আনান
ঘ. দ্যাগ হ্যামারশোল্ড
২০. কনাসর্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়-
ক. ২ আগস্ট ১৯৭১
খ. ৫ আগস্ট ১৯৭১
গ. ১ আগস্ট ১৯৭১
ঘ. ৬ আগস্ট ১৯৭১
২১. ১৯৭১ সালে অনুষ্ঠিত 'কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান শিল্পীর নাম কি ?
ক. জর্জ ক্যান
খ. মার্টিন হ্যারিসন
গ. জর্জ মার্টিন
ঘ. জর্জ হ্যারিসন
২২. বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ-
ক. ঘানা
খ. কেনিয়া
গ. সেনেগাল
ঘ. নাইজেরিয়া
২৩. মার্কিন যু্ক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়-
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৪ সালে
২৪. পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় কত সালে ?
ক. ১৯৭৮ সালে
খ. ১৯৭৬ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭১ সালে
২৫. সৌদি আবর বাংলাদেশকে স্বীকৃতি দেয়
ক. ১৯৭৬ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৫ সালে
ঘ. ১৯৭৩ সালে
Finish The Exam