Model Test 12
০১. বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় ?
     ক. ১৭ জানুয়ারী ১৯৭২
     খ. ১৬ ডিসেম্বর ১৯৭১
     গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
     ঘ. ১৭ জানুয়ারী ১৯৭১
০২. ECNEC -এর চেয়ারম্যান কে ?
     ক. প্রধানমন্ত্রী
     খ. অর্থমন্ত্রী
     গ. স্পীকার
     ঘ. পরিকল্পনা মন্ত্রী
০৩. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি ?
     ক. পুটিয়া, রাজশাহী
     খ. লালপুর, নাটোর
     গ. ঈশ্বরদি, পাবনা
     ঘ. নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
০৪. বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতির নাম কি ?
     ক. মোঃ আবদুল হামিদ
     খ. মোঃ জিল্লুর রহমান
     গ. জমিরুদ্দিন সরকার
     ঘ. ইয়াজউদ্দিন আহম্মেদ
০৫. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানের জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয় ?
     ক. প্রথম ৪টি
     খ. প্রথম ৬টি
     গ. প্রথম ৮টি
     ঘ. প্রথম ১২টি
০৬. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা ?
     ক. বাংলাদেশ ব্যাংক
     খ. জাইকা
     গ. বিশ্বব্যাংক
     ঘ. আই এম এফ
০৭. বাংলাদেশের ১৮তম রাষ্ট্রপতির নাম কি ?
     ক. ইয়াজউদ্দিন আহম্মেদ
     খ. জমিরুদ্দিন সরকার
     গ. মোঃ জিল্লুর রহমান
     ঘ. মোঃ আবদুল হামিদ
০৮. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে ?
     ক. ১৯৭৪ খৃঃ
     খ. ১৯৬৫ খৃঃ
     গ. ১৯৬৬ খৃঃ
     ঘ. ১৯৬৪ খৃঃ
০৯. মুজিবনগর সরকার কখন গঠিত হয় ?
     ক. ১৫ এপ্রিল ১৯৭১
     খ. ১০ এপ্রিল ১৯৭১
     গ. ১০ এপ্রিল ১৯৭২
     ঘ. ১০ এপ্রিল ১৯৭০
১০. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত-
     ক. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে
     খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
     গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
     ঘ. সিলেট বিশ্ববিদ্যালয়ে
১১. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন ?
     ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     খ. সৈয়দ নজরুল ইসলাম
     গ. তাজউদ্দীন আহমদ
     ঘ. খন্দকার মোশতাক আহমদ
১২. মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন ?
     ক. তাজউদ্দীন আহমদ
     খ. সৈয়দ নজরুল ইসলাম
     গ. এম মনসুর আলী
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান
১৩. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
     ক. তাজউদ্দীন আহমদ
     খ. এ এইচ এম কামরুজ্জামান
     গ. এম মনসুর আলী
     ঘ. খন্দকার মোশতাক আহমদ
১৪. মুজিবনগর সরকারের প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন ?
     ক. খন্দকার মোশতাক আহমদ
     খ. এম মনসুর আলী
     গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     ঘ. তাজউদ্দীন আহমদ
১৫. মুজিবনগর সরকারের তথ্যমন্ত্রী কে ছিলেন ?
     ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     খ. তাজউদ্দীন আহমদ
     গ. এম মনসুর আলী
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান
১৬. মুজিবনগর সরকারের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন ?
     ক. এ এইচ এম কামরুজ্জামান
     খ. এম মনসুর আলী
     গ. খন্দকার মোশতাক আহমদ
     ঘ. তাজউদ্দীন আহমদ
১৭. মুজিবনগর সরকারের সমাজকল্যাণ মন্ত্রী কে ছিলেন ?
     ক. এম মনসুর আলী
     খ. তাজউদ্দীন আহমদ
     গ. খন্দকার মোশতাক আহমদ
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান
১৮. মুজিবনগর সরকারের পররাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?
     ক. খন্দকার মোশতাক আহমদ
     খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     গ. তাজউদ্দীন আহমদ
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান
১৯. মুজিবনগর সরকারের আইন মন্ত্রী কে ছিলেন ?
     ক. খন্দকার মোশতাক আহমদ
     খ. তাজউদ্দীন আহমদ
     গ. এ এইচ এম কামরুজ্জামান
     ঘ. এম মনসুর আলী
২০. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন ?
     ক. খন্দকার মোশতাক আহমদ
     খ. তাজউদ্দীন আহমদ
     গ. এম মনসুর আলী
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান
২১. মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী কে ছিলেন ?
     ক. তাজউদ্দীন আহমদ
     খ. এম মনসুর আলী
     গ. খন্দকার মোশতাক আহমদ
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান
২২. মুজিবনগর সরকারের কৃষি মন্ত্রী কে ছিলেন ?
     ক. এম মনসুর আলী
     খ. খন্দকার মোশতাক আহমদ
     গ. এ এইচ এম কামরুজ্জামান
     ঘ. তাজউদ্দীন আহমদ
২৩. মুজিবনগর সরকারের প্রতিরক্ষা সচিব কে ছিলেন ?
     ক. এম মনসুর আলী
     খ. এস. এ সামাদ
     গ. তাজউদ্দীন আহমদ
     ঘ. এম. এ. জি ওসমানী
২৪. মুজিবনগর সরকারের উপ-সেনাপতি কে ছিলেন ?
     ক. এ. কে খন্দকার
     খ. এস. এ সামাদ
     গ. এম. এ. জি ওসমানী
     ঘ. এম মনসুর আলী
২৫. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি
     ক. এম মনসুর আলী
     খ. এস. এ সামাদ
     গ. এম. এ. জি ওসমানী
     ঘ. এ এইচ এম কামরুজ্জামান