Home
About Us
Contact
News & Updates
Model Test 11
০১. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার বা কর্পোরেট গ্রুপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-
ক. রাজনৈতিক দল
খ. বিচার বিভাগ
গ. সুশীল সমাজ
ঘ. প্রশাসন বিভাগ
০২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স কত ?
ক. ৩৫ বছর
খ. ২৫ বছর
গ. ২১ বছর
ঘ. ১৮ বছর
০৩. বাংলাদেশের জাতীয় আয় গণনায় দেশের অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা হয় ?
ক. ৫ ভাগে
খ. ১৫ ভাগে
গ. ১০ ভাগে
ঘ. ৬ ভাগে
০৪. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন ?
ক. সাকিব
খ. তামিম
গ. হাবিবুল বাশার
ঘ. মুশফিক
০৫. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে ?
ক. ৩ টি
খ. ২ টি
গ. ৫ টি
ঘ. ৬ টি
০৬. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়-
ক. ১৯৯৭ সালে
খ. ১৯৯৯ সালে
গ. ১৯৯৬ সালে
ঘ. ২০০১ সালে
০৭. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে ?
ক. ১৬ তম সংশোধনী
খ. ১৫ তম সংশোধনী
গ. ১২ তম সংশোধনী
ঘ. ১৩ তম সংশোধনী
০৮. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ ?
ক. ২ কক্ষ
খ. ৩ কক্ষ
গ. ৫ কক্ষ
ঘ. ১ কক্ষ
০৯. বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয় ?
ক. ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬
খ. ৯ মে ১৯৫৪
গ. ১৬ ফেব্রুয়ারী ১৯৫২
ঘ. ১৬ ফেব্রুয়ারী ১৯৫০
১০. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয় ?
ক. ৪ ডিসেম্বর
খ. ২৫ মার্চ
গ. ১৪ ডিসেম্বর
ঘ. ১৬ ডিসেম্বর
১১. বাঙালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত ?
ক. দ্রাবিড়
খ. নেগ্রিটো
গ. অষ্ট্রিক
ঘ. ভোটচীন
১২. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি ?
ক. তাম্রলিপ্ত
খ. পুন্ড্র
গ. গৌড়
ঘ. হারিকেল
১৩. ঢাকার লালবাগের দূর্গ কে নির্মান করেন ?
ক. শায়েস্তা খান
খ. শাহ সুজা
গ. ইসলাম খান
ঘ. মীর জুমলা
১৪. বাংলার 'ছিয়াত্তরের মন্বন্তর' এর সময় কাল-
ক. ১৭৭৫ খ্রিষ্টাব্দ
খ. ১৭৭৭ খ্রিষ্টাব্দ
গ. ১৭৭২ খ্রিষ্টাব্দ
ঘ. ১৭৭০ খ্রিষ্টাব্দ
১৫. বঙ্গবন্ধুর ১৯৭১সালের ৭ মার্চ ভাষণের সময়কালে পূর্ব পাকিস্তানে যে আন্দোলন চলছিল সেটি হল-
ক. পূর্ব পাকিস্তানের অসহযোগ আন্দোলন
খ. প্রেসিডেন্ট ইয়াহিয়ার পদত্যাগ আন্দোলন
গ. মার্শাল 'ল' পদত্যাগের আন্দোলন
ঘ. ইসলামাবাদের সামরিক সরকার পদত্যাগ আন্দোলন
১৬. বাংলা (দেশ ও ভাষা) নামের উত্পত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে ?
ক. আকবরনামা
খ. আলমগীরনামা
গ. তুজুক-ই-আকবরী
ঘ. আইন-ই-আকবরী
১৭. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম ?
ক. রাখাইন
খ. পাঙন
গ. মারমা
ঘ. খিয়াং
১৮. ঢাকার 'ধোলাই খাল' কে খনন করেন ?
ক. ইসলাম খান
খ. পরিবিবি
গ. শায়েস্তা খান
ঘ. ঈশা খান
১৯. 'শুভলং' ঝরনা কোন জেলায় অবস্থিত ?
ক. রাঙামাটি
খ. বান্দরবান
গ. সিলেট
ঘ. মৌলভীবাজার
২০. বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি ?
ক. যুক্তরাজ্য
খ. স্পেন
গ. পূর্ব জার্মানি
ঘ. গ্রিস
২১. সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশের ভৌগোলিক সীমার মধ্যে পড়েছে ?
ক. ৬৫%
খ. ৬৬%
গ. ৫০%
ঘ. ৬২%
২২. বাংলাদেশে রোপা আমন ধান কাটা হয়-
ক. আষাঢ়-শ্রাবণ মাসে
খ. ভাদ্র-আশ্বিন মাসে
গ. অগ্রহায়ন-পৌষ মাসে
ঘ. মাঘ-ফাল্গুন মাসে
২৩. ২৬শে মার্চ ১৯৭১-এর স্বাধীনতা ঘোষণা বঙ্গবন্ধু জারী করেন-
ক. বেতারের মাধ্যমে
খ. ওয়্যারলেসের মাধ্যমা
গ. টেলিভিশনের মাধ্যমে
ঘ. টেলিগ্রামের মাধ্যমে
২৪. 'অগ্নিশ্বর' কি ফসলের উন্নত জাত ?
ক. কলা
খ. ধান
গ. পাট
ঘ. গম
২৫. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-
ক. ১৮ ফেব্রুয়ারি ১৯৫২
খ. ৩১ জানুয়ারী ১৯৫২
গ. ২১ জানুয়ারী ১৯৫২
ঘ. ৩০ জানুয়ারী ১৯৫২
Finish The Exam