Model Test 10
০১. বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কখন ?
     ক. ১৭ মার্চ
     খ. ১২ জানুয়ারি
     গ. ১০ জানুয়ারি
     ঘ. ১০ মার্চ
০২. 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির লেখকের নাম কী ?
     ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
     খ. বেগম রোকেয়া
     গ. ক্যাপ্টেন মনসুর আলী
     ঘ. তাহমিনা হক ডলি
০৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম কত সালে ?
     ক. ১৬ মার্চ, ১৯২০
     খ. ১৭ মার্চ, ১৯২০
     গ. ১৭ মার্চ, ১৯২২
     ঘ. ১৭ জুন, ১৯২০
০৪. বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কোন স্কুল থেকে ?
     ক. ঢাকা ক্যান্টনমেন্ট স্কুল থেকে
     খ. লাহোর স্কুল থেকে
     গ. কলকাতা মিশনারি স্কুল থেকে
     ঘ. গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে
০৫. বঙ্গবন্ধু ম্যাট্রিক পাশ করেন কত সালে ?
     ক. ১৯৪২ সালে
     খ. ১৯৪০ সালে
     গ. ১৯৪১ সালে
     ঘ. ১৯৩৬ সালে
০৬. বঙ্গবন্ধু কলকাতা ইসলামিয়া কলেজের বেকার হোষ্টেলের কত নম্বর কক্ষে থাকতেন ?
     ক. ২৪ নম্বর কক্ষে
     খ. ২৫ নম্বর কক্ষে
     গ. ২৬ নম্বর কক্ষে
     ঘ. ২২ নম্বর কক্ষে
০৭. বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগের ছাত্র ছিলেন ?
     ক. ইংরেজি বিভাগের
     খ. আইন বিভাগের
     গ. বিজ্ঞান বিভাগের
     ঘ. কোনটিই নয়
০৮. ১৯৫২ সালের কত তারিখে রাষ্ট্র ভাষা বাংলার দাবীতে বঙ্গবন্ধু কারাগারে অনশন শুরু করেন ?
     ক. ২১ ফেব্রুয়ারি
     খ. ১১ ফেব্রুয়ারি
     গ. ১৫ ফেব্রুয়ারি
     ঘ. ১৪ ফেব্রুয়ারি
০৯. যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসনে বিজয়ী হন ?
     ক. লাহোর আসনে
     খ. গোপালগঞ্জ আসনে
     গ. সিলেট আসনে
     ঘ. মুজিব নগর আসনে
১০. কোন প্রস্তাবের ভিত্তিতে ছয়দফা রচিত হয় ?
     ক. ঢাকা প্রস্তাব
     খ. করাচি প্রস্তাব
     গ. লাহোর প্রস্তাব
     ঘ. কোনটিই নয়
১১. 'বাঙালি জাতির মুক্তির সনদ' হিসেবে পরিচিত কোনটি ?
     ক. লাহোর প্রস্তাব
     খ. মুজিব নগর সরকার
     গ. ছয় দফা
     ঘ. যুক্তফ্রন্ট নির্বাচন
১২. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল কত জন ?
     ক. ৩৬ জন
     খ. ৩৫ জন
     গ. ২৫ জন
     ঘ. ১৫ জন
১৩. আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু কততম আসামী ছিলেন ?
     ক. ১ নং আসামী
     খ. ২ নং আসামী
     গ. ৩ নং আসামী
     ঘ. ৫ নং আসামী
১৪. শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয় কত সালে ?
     ক. ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
     খ. ১৯৬৯ সালের ২৩ জানুয়ারি
     গ. ১৯৭১ সালের ২৩ ফেব্রুয়ারি
     ঘ. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
১৫. শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি কে দেন ?
     ক. ক্যাপ্টেন মনসুর আলী
     খ. তোফায়েল আহমেদ
     গ. তাজউদ্দিন আহমেদ
     ঘ. সৈয়দ নজরুল ইসলাম
১৬. বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান কবে ?
     ক. ১৯৭১ সালের ৮ জানুয়ারি
     খ. ১৯৭৫ সালের ৮ জানুয়ারি
     গ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
     ঘ. ১৯৭২ সালের ৮ জানুয়ারি
১৭. বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন কত তারিখে ?
     ক. ১৯৭২ সালের ২০ জানুয়ারি
     খ. ১৯৭২ সালের ১০ জানুয়ারি
     গ. ১৯৭৩ সালের ১০ জানুয়ারি
     ঘ. ১৯৭২ সালের ১০ সেপ্টেম্বর
১৮. বঙ্গবন্ধু প্রথম নেতা হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন কত সালের কত তারিখে ?
     ক. ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর
     খ. ১৯৭৫ সালের ২৫ সেপ্টেম্বর
     গ. ১৯৭৪ সালের ১৫ সেপ্টেম্বর
     ঘ. ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর
১৯. বঙ্গবন্ধু স্বপরিবারে নিহত হন কত তারিখে ?
     ক. ১৯৭৫ সালের ১৫ আগষ্ট
     খ. ১৯৭১ সালের ১৫ আগষ্ট
     গ. ১৯৭৬ সালের ১৫ আগষ্ট
     ঘ. ১৯৭৫ সালের ৫ আগষ্ট
২০. বঙ্গবন্ধুর স্ত্রীর নাম কী ?
     ক. শেখ আকলিমা
     খ. শেখ লুতফুন্নেসা মুজিব
     গ. শেখ ফজিলাতুন্নেসা মুজিব
     ঘ. শেখ মেহেরুন্নেসা মুজিব
২১. বঙ্গবন্ধু জাদুঘর কোথায় অবস্থিত ?
     ক. চট্টগ্রামে
     খ. সিলেটে
     গ. ঢাকা সেনা নিবাসে
     ঘ. ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে
২২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত দিন ?
     ক. ২ বছর
     খ. ৪ বছর
     গ. ৫ বছর
     ঘ. ৬ বছর
২৩. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-
     ক. নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
     খ. কোনোভাবেই প্রার্থী হতে পারবেন না
     গ. আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
     ঘ. সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন
২৪. কোনটি স্থানীয় সরকার নয় ?
     ক. পল্লী বিদ্যুৎ
     খ. পৌরসভা
     গ. উপজেলা পরিষদ
     ঘ. সিটি কোর্পরেশন
২৫. আইন প্রণয়নের ক্ষমতা-
     ক. রাষ্ট্রপতির
     খ. জাতীয় সংসদের
     গ. আইন মন্ত্রণালয়ের
     ঘ. স্পীকারের