Model Test 04
০১. দেওয়ানী মামলায় আরজি প্রত্যাখ্যান হলে তার বিরুদ্ধে প্রতিকার কি ?
     ক. রিভিউ
     খ. আপীল
     গ. রিভিশন
     ঘ. রেফারেন্স
০২. একাধিক ব্যক্তিকে একটি মামলায় বাদী হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে, যদি -
     ক. প্রত্যেকে আলাদা মামলা করতো তবে, সেই মামলার বিচার্য বিষয় ভিন্ন হতো
     খ. ন্যায় বিচারের জন্য
     গ. প্রত্যেকে আলাদা মামলা করতো তবে, সেই মামলার বিচার্য বিষয় একই হতো
     ঘ. উপরের সব
০৩. বাদীর পক্ষভুক্তি সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ১, বিধি ১
     খ. আদেশ ২, বিধি ১
     গ. আদেশ ১, বিধি ২
     ঘ. আদেশ ১, বিধি ৩
০৪. প্রতিনিধিত্বমূলক মামলার শর্ত ?
     ক. মামলার পক্ষ অবশ্যই অনেক বা একের অধিক হতে হবে
     খ. আদালতের নিকট থেকে অনুমতি নিতে হবে
     গ. মামলায় সবার অবশ্যই একই স্বার্থ থাকতে হবে
     ঘ. উপরের সব
০৫. প্রতিনিধিত্বমূলক মামলা দায়ের করা যাবে-
     ক. আদালতের অনুমতি নিয়ে
     খ. সরকারের অনুমতি নিয়ে
     গ. ন্যায় বিচারের স্বার্থে
     ঘ. বাদীর ইচ্ছায়
০৬. কোন কর্পোরেশনের পক্ষে বা বিরুদ্ধে কোন মামলার ক্ষেত্রে উক্ত কর্পোরেশনের পক্ষে স্বাক্ষর বা সত্যাখ্যান করতে পারে -
     ক. কর্পোরেশনের সচিব
     খ. পরিচালক
     গ. অন্যকোন প্রধান কর্মকর্তা যে মামলার ঘটনাবলী প্রকাশ করতে সক্ষম
     ঘ. উপরের সব
০৭. প্লিডিংস কর্তন সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৬, বিধি ২৬
     খ. আদেশ ৬, বিধি ১৬
     গ. আদেশ ৫, বিধি ১৬
     ঘ. আদেশ ৬, বিধি ৩
০৮. প্লিডিংস সংশোধন করা যায়-
     ক. প্রসিডিংস এর যেকোনো পর্যায়ে
     খ. অনুসন্ধানের যেকোনো পর্যায়ে
     গ. তদন্তের যেকোনো পর্যায়ে
     ঘ. সংশোধন করা যায়না
০৯. "যেসকল দলিল বাদী আরজির সাথে পেশ করে (যদি করে থাকে), আরজির উপর সেগুলোর একটা তালিকা লিখে বা আরজির সাথে সংযুক্ত করে দিতে হবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৭, বিধি ৬
     খ. আদেশ ৮, বিধি ৬
     গ. আদেশ ৭, বিধি ৯
     ঘ. আদেশ ৭, বিধি ১
১০. "আরজি প্রত্যাখ্যাত হলে নতুন আরজি দাখিলে বাধা নেই"- দেওয়ানী কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৭, বিধি ১৩
     খ. আদেশ ৬, বিধি ১৩
     গ. আদেশ ৭, বিধি ১৫
     ঘ. আদেশ ৭, বিধি ৩
১১. বিবাদীর পক্ষভুক্তি সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ১, বিধি ১
     খ. আদেশ ২, বিধি ১
     গ. আদেশ ১, বিধি ৩
     ঘ. আদেশ ১, বিধি ২
১২. দেওয়ানী কার্যবিধির কোথায় প্রতিনিধিত্বমূলক মামলার কথা বলা হয়েছে ?
     ক. আদেশ ২, বিধি ৮
     খ. আদেশ ১, বিধি ৮
     গ. আদেশ ২, বিধি ৫
     ঘ. আদেশ ১, বিধি ৩
১৩. আরজি ফেরতের সিদ্ধান্ত একটি-
     ক. আপীলযোগ্য ডিক্রি
     খ. আপীলঅযোগ্য আদেশ
     গ. আপীলঅযোগ্য ডিক্রি
     ঘ. আপীলযোগ্য আদেশ
১৪. প্লিডিংস সংশোধনের আবেদন করতে হবে -
     ক. বিচারিক আদালতে
     খ. জেলা জজের নিকট
     গ. হাইকোর্টে
     ঘ. যেকোনো আদালতে
১৫. "যে পক্ষকে প্লিডিংস সংশোধনের জন্য অনুমতি দেওয়া হয়েছে সে যদি আদালত কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তা সংশোধন না করে, তাহলে সে উক্তরূপ সংশোধন করতে পারবেনা"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৬, বিধি ১৬
     খ. আদেশ ৬, বিধি ১৮
     গ. আদেশ ৬, বিধি ১৭
     ঘ. আদেশ ৫, বিধি ১৮
১৬. "তামাদি আইনে নির্ধারিত সময়ের পর মামলা দায়ের করা হলে, সেক্ষেত্রে উক্ত তামাদি আইনের বিধান হতে যে কারণে অব্যাহতি দাবী করা হয় তা আরজিতে উল্লেখ করতে হবে" - দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৭, বিধি ৩
     খ. আদেশ ৭, বিধি ২
     গ. আদেশ ৭, বিধি ৬
     ঘ. আদেশ ৮, বিধি ৬
১৭. দেওয়ানী মামলায় ভুল আদালতে আরজি দাখিলের পরিণাম কি ?
     ক. আরজি খারিজ
     খ. মামলা ডিসমিস
     গ. আরজি ফেরত
     ঘ. মামলার কার্যক্রম চলবে
১৮. আরজিতে মামলার কারণ উল্লেখ না থাকলে কি হবে ?
     ক. মামলা চলবে
     খ. আরজি নাকচ
     গ. আরজি ফেরত
     ঘ. মামলা খারিজ
১৯. কখন আদালত প্লিডিংস কর্তন করতে পারেন ?
     ক. প্লিডিংসে উল্লেখিত কোন বিষয় অপ্রয়োজনীয় হলে
     খ. প্লিডিংসে উল্লেখিত কোন বিষয় কুৎসাজনক হলে
     গ. প্লিডিংসে উল্লেখিত কোন বিষয় যদি মামলার সুষ্ঠ বিচার বাধাগ্রস্থ করে
     ঘ. উপরের সব
২০. কোনটি ডিক্রি হিসেবে গণ্য হবে ?
     ক. আরজি প্রত্যাখ্যানের আদেশ
     খ. আরজি ফেরতের আদেশ
     গ. আরজি গ্রহণের আদেশ
     ঘ. আরজি সংশোধনের আদেশ
২১. একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একজন ব্যক্তি অন্য সকলের পক্ষে মামলা দায়ের করলে তাকে কি বলে ?
     ক. যৌথ মামলা
     খ. বিশেষ মামলা
     গ. প্রতিনিধিত্বমূলক মামলা
     ঘ. স্বার্থ সংশ্লিষ্ট মামলা
২২. যেই পক্ষ না থাকলে মামলা করা যায় না, তাকে কি বলে ?
     ক. উপযুক্ত পক্ষ [Proper Party]
     খ. প্রয়োজনীয় পক্ষ [Necessary party]
     গ. পক্ষসমূহের অপসংযোগ [Mis Joinder of Parties]
     ঘ. পক্ষসমূহের অ-সংযোগ [Non Joinder of Parties]
২৩. "বাদী হিসেবে ভুল ব্যক্তির নামে মামলা দায়ের করা হলে, আদালত অন্য কোন ব্যক্তিকে বাদী হিসেবে স্থলাভিষিক্ত বা সংযোজিত করতে আদেশ প্রদান করতে পারে" - দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ১, বিধি ৯
     খ. আদেশ ২, বিধি ১০
     গ. আদেশ ২, বিধি ৯
     ঘ. আদেশ ১, বিধি ১০
২৪. "প্লিডিংসে তারিখ, টাকার পরিমাণ ও সংখ্যা অংকে প্রকাশিত হতে হবে"- দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
     ক. আদেশ ৬, বিধি ২
     খ. আদেশ ৫, বিধি ২
     গ. আদেশ ৬, বিধি ১
     ঘ. আদেশ ৬, বিধি ৩
২৫. আরজিতে কে স্বাক্ষর করবেন ?
     ক. বাদী
     খ. বাদী এবং বাদীর উকিল
     গ. বাদীর উকিল
     ঘ. বিবাদী