Home
About Us
Contact
News & Updates
Model Test 02
০১. দেওয়ানী কার্যবিধির কোথায় মামলা প্রত্যাহার সম্পর্কে বলা হয়েছে ?
ক. আদেশ ২৩, বিধি ১
খ. আদেশ ২৩, বিধি ৫
গ. আদেশ ২২, বিধি ১
ঘ. আদেশ ২৩, বিধি ৬
০২. বাদী মামলা প্রত্যাহার করতে পারে -
ক. চূড়ান্ত শুনানীর পূর্বে
খ. রায় ঘোষণার পূর্বে
গ. আপীলের আগে
ঘ. মামলা দায়েরের পর যেকোনো সময়
০৩. দেওয়ানী মামলায় রায় বা ডিক্রির কারণিক ও গাণিতিক ভুল সংশোধন করা যায় দেওয়ানী কার্যবিধির -
ক. ১৫১ ধারায়
খ. ১৫২ ধারায়
গ. ১৫৩ ধারায়
ঘ. Order-VI, Rule-17 অনুযায়ী
০৪. দেওয়ানী রিভিশন দেওয়ানী কার্যবিধির কোন ধারার বিষয়বস্তু ?
ক. ১১৫
খ. ১১৪
গ. ১০৭
ঘ. ১১৩
০৫. দেওয়ানী কার্যবিধির কোন বিধান মতে আপীল আদালত পুনঃবিচারের নিমিত্তে মোকদ্দমা প্রেরণ করতে পারেন ?
ক. ৪১ আদেশ, ৩১ নিয়ম মতে
খ. ৪১ আদেশ, ২৩ নিয়ম মতে
গ. ৪১ আদেশ, ১২ নিয়ম মতে
ঘ. ৪১ আদেশ, ২০ নিয়ম মতে
০৬. ডিক্রি জারির জন্য কোনটি ক্রোক এবং বিক্রয় করা যাবেনা ?
ক. চেক
খ. টাকা
গ. ব্যাংক নোট
ঘ. হিসাবের খাতাপত্র
০৭. মৃত বাদী অথবা আপীলকারীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার তামাদির বিধান সম্পর্কে The Limitation Act, 1908 এর কত অনুচ্ছেদে বলা হয়েছে ?
ক. ১৭৫
খ. ১৬৯
গ. ১৭৬
ঘ. ১৭১
০৮. মৃত বাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার তামাদি মেয়াদ কত দিন ?
ক. ৯০ দিন
খ. ৬০ দিন
গ. ৩০দিন
ঘ. ১৫ দিন
০৯. দেওয়ানী কার্যবিধির কোথায় আরজি প্রত্যাখ্যান সম্পর্কে বলা হয়েছে ?
ক. আদেশ ৭, বিধি ৯
খ. আদেশ ১, বিধি ১
গ. আদেশ ৬, বিধি ১১
ঘ. আদেশ ৭, বিধি ১১
১০. আপীল শুনানীর দিন আপীলকারী উপস্থিত না হলে, আপীল আদালত আপীলটি খারিজ করে দিলে, উক্ত খারিজ আদেশের বিরুদ্ধে কি করা যাবে ?
ক. রিভিশন
খ. রিভিউ
গ. আপীল
ঘ. কোনটিই নয়
১১. আপীল আদালত আপীল শুনানীর আবেদন প্রত্যাখ্যান করলে, আপীলকারী কি করতে পারবে ?
ক. রিভিশন
খ. আপীল
গ. রিভিউ
ঘ. কোনটিই নয়
১২. দেওয়ানী কার্যবিধির --- আদেশে নাবালক ব্যক্তি কর্তৃক বা তাদের বিরুদ্ধে মোকদ্দমা সম্পর্কিত বিধান আলোচনা করা হয়েছে।
ক. ৩৩
খ. ৩১
গ. ৩২
ঘ. ৩৫
১৩. প্লিডিংস সংশোধনের আবেদন মঞ্জুর করা বা না করার কোন আদেশ-
ক. আপীলযোগ্য আদেশ
খ. ডিক্রি
গ. আপীলঅযোগ্য আদেশ
ঘ. আপীলযোগ্য ডিক্রি
১৪. দেওয়ানী মামলায় রিভিউ দরখাস্ত মঞ্জুর আদেশের বিরুদ্ধে প্রতিকার কি ?
ক. রিভিশন
খ. আপীল
গ. রেফারেন্স
ঘ. ১৫১ ধারার অধীনে দরখাস্ত
১৫. রায় প্রচারের পূর্বে শর্তাধীনে বিবাদী পক্ষের কোন সম্পত্তি ক্রোক সংক্রান্ত বিধান দেওয়ানী কার্যবিধির কোথায় বর্ণিত আছে ?
ক. Order-XXI, Rule-54
খ. Order-XXI, Rule-32
গ. Order-XXXVIII, Rule-4
ঘ. Order-XXXVIII, Rule-5
১৬. দেওয়ানী কার্যবিধির Order-XVI, Rule-12 অনুসারে উপযুক্ত হেতু ছাড়াই কোন সাক্ষী আদালতে উপস্থিত হতে ব্যর্থ হলে উক্ত সাক্ষীকে আদালত কত টাকা পর্যন্ত জরিমানা আরোপ করতে পারেন ?
ক. ৫০০
খ. ১০০০
গ. ১৫০০
ঘ. ২০০০
১৭. আপীল আদালতের আপীলের স্মারকলিপি প্রত্যাখ্যানের ক্ষমতা সম্পর্কে দেওয়ানী কার্যবিধির কোথায় বলা হয়েছে ?
ক. আদেশ ৪১, বিধি ৩
খ. আদেশ ৪১, বিধি ৬
গ. আদেশ ৪১, বিধি ৯
ঘ. আদেশ ৪১, বিধি ২১
১৮. আপীল মেমো সংশোধনের সময় কত দিন ?
ক. ৬০ দিন
খ. ৩০ দিন
গ. আদালত কর্তৃক নির্ধারিত সময়
ঘ. ১৫ দিন
১৯. লিখিত জবাব দাখিলের কত দিনের মধ্যে ইস্যু গঠন করতে হয় ?
ক. ১৫ দিন
খ. ৭ দিন
গ. ১০ দিন
ঘ. ২১ দিন
২০. দেওয়ানী কার্যবিধির কোথায় আপীলে সময়ের জন্য আবেদনের কথা বলা হয়েছে ?
ক. আদেশ ৪১, বিধি ৬
খ. আদেশ ৪১, বিধি ৯
গ. আদেশ ৪১, বিধি ১২(ক)
ঘ. আদেশ ৪১, বিধি ৩
২১. স্থানীয় তদন্ত বা পরিদর্শনে কোন কাজটি করা যায় না ?
ক. বিরোধীয় বিষয় ব্যাখা করা
খ. সম্পত্তির দখলকার নির্ধারণ
গ. সম্পত্তির বাজার দর নিরূপণ
ঘ. ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ
২২. দেওয়ানী কার্যবিধির Order XVII এর বিধানানুসারে খরচা প্রদান না করার কারণে কোন মোকদ্দমা নিষ্পত্তিকৃত হলে নির্ধারিত খরচা প্রদানে মোকদ্দমাটি সরাসরি পুনরুজ্জীবিত করা যায় নিষ্পত্তির -- দিনের মধ্যে।
ক. ১৫
খ. ৪৫
গ. ৩০
ঘ. ৬০
২৩. আরজি বা লিখিত জবাব সংশোধনের দরখাস্ত মঞ্জুর বা নাকচ করার আদেশের বিরুদ্ধে প্রতিকার কি ?
ক. আপীল
খ. রিভিশন
গ. রিভিউ
ঘ. কোনটিই নয়
২৪. কোনটি অন্তর্বর্তীকালীন মুনাফা (Mesne Profit) হিসেবে গন্য হবেনা ?
ক. X, Y এর সম্পত্তি অন্যায়ভাবে দখল করে তা হতে লাভ পেল
খ. অনুপ্রবেশকারী X, L এর বাড়ি দাবী করে ও ভাড়া সংগ্রহ করে
গ. X, Y এর সম্পত্তি অবৈধ দখল করে সেখানে বাড়ি বানিয়ে ভাড়া দিল
ঘ. X অনুমতি ছাড়া L এর জমিতে চাষ করে লাভ পেল
২৫. মৃত বিবাদীর আইনগত প্রতিনিধিকে পক্ষভুক্ত করার তামাদি মেয়াদ কত দিন ?
ক. ৩০দিন
খ. ১৫ দিন
গ. ৬০ দিন
ঘ. ৯০ দিন
Finish The Exam