Model Test 02
০১. "ক" নিজেকে মৃত "খ" হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে। এখানে "ক" এর কৃত অপরাধ হলো-
     ক. ছদ্মবেশে প্রবঞ্চনা
     খ. প্রবঞ্চনা
     গ. প্রতারণা
     ঘ. ক্ষতি
০২. প্রতিটি দস্যুতায় রয়েছে -
     ক. চুরি এবং জোরপূর্বক সম্পত্তি আদায়
     খ. জোরপূর্বক সম্পত্তি আদায় এবং চুরি
     গ. ডাকাতি এবং চুরি
     ঘ. চুরি অথবা জোরপূর্বক সম্পত্তি আদায়
০৩. কোনো আসামি কারাদণ্ড ভোগকালে মারা গেলে তার উপর আরোপিত অর্থদণ্ডের বিষয়ে কী হবে ?
     ক. অর্থদণ্ডের অর্ধেক আদায় করা যাবে
     খ. অপরাধীর সম্পত্তি থেকে অর্থদণ্ড আদায় করা যাবে
     গ. অপরাধীর মৃত্যুর কারণে অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে
     ঘ. অপরাধীর উত্তরাধিকারীরা ব্যক্তিগতভাবে অর্থদণ্ডের জন্য দায়ী থাকবেন
০৪. বেআইনিভাবে ৩ বা ততোধিক দিনের জন্য আটক রাখলে সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত দিন ?
     ক. ২ বছর
     খ. ১ বছর
     গ. ৬ মাস
     ঘ. ৩ বছর
০৫. অনিষ্টসাধন (Mischief) এর সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত দিন ?
     ক. ১ মাস
     খ. ৩ মাস
     গ. ৬ মাস
     ঘ. ১ বছর
০৬. 'ক' যদি এমন কোন বিষয় মুদ্রণ করে, যা 'খ' এর মানহানিকর বলে সে জানে, তাহলে 'ক' এর শাস্তির মেয়াদ হবে-
     ক. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়
     খ. ৯ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়
     গ. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা বা উভয়
     ঘ. ২ বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড বা জরিমানা বা উভয়
০৭. A, B এর পকেট মারার উদ্দেশ্যে তার পকেটে হাত দেয়। কিন্তু B এর পকেট শুন্য থাকায় A পকেট মারতে ব্যর্থ হয়। A এর শাস্তি হতে পারে অপরাধের সর্বোচ্চ সাজার মেয়াদের----।
     ক. এক চতুর্থাংশ
     খ. এক তৃতীয়াংশ
     গ. অর্ধেক
     ঘ. এক পঞ্চমাংশ
০৮. সর্বনিম্ন --- জন ব্যক্তির অংশগ্রহণে The Penal Code, 1860 অনুযায়ী দস্যুতা সংঘটিত হতে পারে ।
     ক. ১ জন
     খ. ২ জন
     গ. ৩ জন
     ঘ. ৫ জন
০৯. কখন দস্যুতা ডাকাতি বলে গন্য হবে ?
     ক. ৩ বা ততোদিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা করলে
     খ. ৭ বা ততোদিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা করলে
     গ. ৬ বা ততোদিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা করলে
     ঘ. ৫ বা ততোদিক ব্যক্তি মিলিতভাবে দস্যুতা করলে
১০. দন্ডবিধির কত ধারায় দস্যুতার শাস্তির কথা বলা হয়েছে ?
     ক. ৩৯২ ধারায়
     খ. ৩৯১ ধারায়
     গ. ৩৯৫ ধারায়
     ঘ. ৩৭২ ধারায়
১১. প্রতারণামূলকভাবে বা অসাধুভাবে কোন ব্যক্তিকে সম্পত্তি হস্তান্তর করতে প্রবৃত্ত করা হলো-
     ক. অপরাধমূলক বিশ্বাসভঙ্গ
     খ. প্রতারণা
     গ. অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ
     ঘ. বলপূর্বক গ্রহণ
১২. 'ক', 'খ' এর রূপ ধারণ পূর্বক প্রতারণা করলে দণ্ডবিধির কোন ধারায় দণ্ডিত হবে ?
     ক. ৪১৬ ধারায়
     খ. ৪১৭ ধারায়
     গ. ৪১৯ ধারায়
     ঘ. ৫০৯ ধারায়
১৩. 'ক' অবৈধভাবে 'খ' এর অবৈধ ক্ষতি সাধন করার ইচ্ছায় স্বেচ্ছাকৃতভাবে 'খ' এর মালিকানাধীন একটি মূল্যবান জামানত পুড়িয়ে ফেলে, 'ক' এর অপরাধ-
     ক. বিশ্বাসভঙ্গ
     খ. প্রতারণা
     গ. অনিষ্টসাধন
     ঘ. অবৈধভাবে ক্ষতি করা
১৪. The Penal Code 1860 এর কোন ধারায় অসাধুভাবে আদালতে মিথ্যা দাবী উত্থাপন করার শক্তির বিধান রয়েছে ?
     ক. ২০৭
     খ. ২০৯
     গ. ২০৮
     ঘ. ২১৩
১৫. দন্ডবিধিতে বর্ণিত "দীপান্তর" এর শাস্তি স্থলাভিষিক্ত করা হয় যে প্রকার কারাদন্ড দিয়ে তা হল-
     ক. ২০ বছর
     খ. ২৫ বছর
     গ. ৩০ বছর
     ঘ. যাবজ্জীবন
১৬. প্রতারণার সর্বোচ্চ শাস্তির মেয়াদ কত দিন ?
     ক. ১ বছর
     খ. ২ বছর
     গ. ৩ বছর
     ঘ. ৬ মাস
১৭. অসাধুভাবে চোরাইমাল গ্রহণের সর্বোচ্চ শাস্তি কত দিন ?
     ক. ৩ বছর পর্যন্ত কারাদণ্ড
     খ. ২ বছর পর্যন্ত কারাদণ্ড
     গ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড
     ঘ. ৬ বছর পর্যন্ত কারাদণ্ড
১৮. আদালতের নথিপত্র জালিয়াতির সর্বোচ্চ শাস্তি কি ?
     ক. ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
     খ. ৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
     গ. ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
     ঘ. ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড
১৯. দণ্ডবিধির ৪৬৪ ধারায় মিথ্যা দলিল তৈরী করার কয়টি পন্থা উল্লেখ আছে ?
     ক. ৩ টি
     খ. ২ টি
     গ. ৫ টি
     ঘ. ৬ টি
২০. দন্ডবিধি কত ধারায় জজের সংজ্ঞা দেয়া হয়েছে ?
     ক. ২০ ধারায়
     খ. ২১ ধারায়
     গ. ১৯ ধারায়
     ঘ. ২২ ধারায়
২১. কোন ব্যক্তি সরকারী রাস্তার ক্ষতি করলে শাস্তির মেয়াদ কত দিন পর্যন্ত হতে পারে ?
     ক. ৩ মাস
     খ. ৫ বছর
     গ. ১ বছর
     ঘ. ২ বছর
২২. দন্ডবিধি কত সালে প্রকাশিত হয় ?
     ক. ১৮৬০ সালের ১৫ অক্টোবর
     খ. ১৮৬০ সালের ১৬ অক্টোবর
     গ. ১৮৬০ সালের ৬ অক্টোবর
     ঘ. ১৮৬১ সালের ৬ অক্টোবর
২৩. ব্যভিচারের সর্বোচ্চ কারাদন্ডের মেয়াদ কতদিনের ?
     ক. ৩ বছর
     খ. ৫ বছর
     গ. ৪ বছর
     ঘ. ৬ বছর
২৪. "ক" অন্যায়ভাবে "খ" এর ক্ষতিসাধনের উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক "খ" এর একটি ঘড়ি নদীতে নিক্ষেপ করে। "ক" এর কৃত অপরাধ হলো-
     ক. চুরি
     খ. অর্থ আত্মসাৎ
     গ. ক্ষতি
     ঘ. জোরপূর্বক সম্পত্তি আদায়
২৫. 'A', 'B' কে 'C' এর ঘর পোড়ানোর জন্য প্ররোচিত করে 'B' 'C' 'এর ঘরে আগুন দেয় এবং চুরি করে। 'A'---
     ক. ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে
     খ. চুরিতে প্ররোচনার জন্য দায়ী হবে
     গ. চুরি এবং ঘর পোড়াতে প্ররোচনার জন্য দায়ী হবে
     ঘ. কোনটিই নয়